সুরা তওবার শেষ ২ আয়াত | সুরা তওবার শেষ দুই আয়াত | সুরা তওবার শেষ দুই আয়াতের ফজিলত | surah tauba last 2 ayat bangla

সুরা তওবার শেষ ২ আয়াত | সুরা তওবার শেষ দুই আয়াত | সুরা তওবার শেষ দুই আয়াতের ফজিলত | surah tauba last 2 ayat bangla

সুরা তওবার শেষ ২ আয়াত | সুরা তওবার শেষ দুই আয়াত | সুরা তওবার শেষ দুই আয়াতের ফজিলত | surah tauba last 2 ayat bangla

সূরা তওবার শেষ দু’আয়াতের ফজীলত ও আমল

হযরত উবাই বিন কাব (রাঃ) এবং আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) এর মতে এ দুটি আয়াত কুরআন পাকের সর্ব শেষ আয়াত । এতে রাসূল পাক সা: এর সম্মান ও বুজুর্গীর কথা বলা হয়েছে ও দ্বীনের জন্য জিহাদের আহ্বান করা হয়েছে যাহা দ্বারা আয়াত দু’টির মর্তবার পরিচয় পাওয়া যায়।

* কোন ব্যক্তি এ দুটি আয়াত যেদিন পাঠ করবে সেদিন তার মৃত্যু হবে না। সেদিন কেহ তাকে হত্যা করতে পারবে না ।

* হযরত আবুদ্দারদা (রাঃ) হতে বর্ণিত আছে- যে ব্যক্তি প্রথম- হতে শেষ পর্যন্ত প্রত্যেকদিন একশত বার পাঠ করবে সে পার্থিব এবং পারলৌকিক সকল বিপদাপদ হতে মুক্তি পাবে ।

হযরত নাঈম বিন সাআদ (রাঃ) হতে বর্ণিত আছে, এক।ব্যক্তির রানে আঘাত পেয়ে ভেঙে গিয়েছিল, সে স্বপ্নে দেখে, অন্য এক ব্যক্তি এসে বলছেন, যে স্থানে ব্যাথা আছে ও ভেঙে গেছে ঐ স্থানে হাত রেখে এ দু' আয়াত পাঠ করাে। সে সেইভাবে পাঠ করলে তার ব্যাথা ও ভাঙা সেরে যায়।

* অন্য বর্ণনায় আছে, এ দু’আয়াত পাঠ করে কোন বিচারকের সমীপে গেলে বিচারক তার প্রতি সহৃদয়তা ও শ্রদ্ধা প্রকাশ করবে।


সুরা তাওবার শেষ দুই আয়াতের আরবি

لَقَدْ جَآءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِٱلْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ

উচ্চারণ: লাকাদ জাআকুমরাছূলুমমিনআনফুছিকুম ‘আঝীঝুন‘আলাইহিমা-‘আনিত্তুম হারীসুন ‘আলাইকুম বিল মু’মিনীন রাঊফুর রাহীম।

অনুবাদ: তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। (সুরা তাওবা, আয়াত: ১২৮)

فَإِن تَوَلَّوْا۟ فَقُلْ حَسْبِىَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ

উচ্চারণ:  ফাইন তাওয়াল্লাও ফাকুল হাছবিয়াল্লা-হু লাইলা-হুওয়া ‘আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রাব্বুল ‘আরশিল ‘আজীম।

অনুবাদ:  এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি। (সুরা তাওবা, আয়াত: ১২৯)


Tag: সূরা তাওবার শেষ ২ আয়াত, সুরা তওবার শেষ ২ আয়াতের ফজিলত, সুরা তওবার শেষ দুই আয়াতের ফজিলত, সুরা তওবার শেষ দুই আয়াতের ফজিলত ও তাফসির, surah tauba last 2 ayat bangla
Next Post Previous Post