কালিমায়ে তাইয়্যেবা এর আরবি, বাংলা উচ্চারণ, অর্থসহ | কালিমা তাইয়্যেবা ফজিলত | kalima tayyab

কালিমায়ে তাইয়্যেবা এর আরবি, বাংলা উচ্চারণ, অর্থসহ | কালিমা তাইয়্যেবা ফজিলত
আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা! আজকে কালিমা তায়্যেবাহ উচ্চারণ ও অর্থসহ আলোচনা করবো। কালিমা তায়্যিবা বাংলা উচ্চারণ বলবো যাতে আপনারা শিখতে পারেন। 

আসা করি, এই পোস্টে কালিমা তাইয়্যেবা উচ্চারণ ও অর্থসহ লিখবো। দয়া করে পুরো পোস্টটি পড়ার অনুরোধ করা হল। ধন্যবাদ 

কালিমা তাইয়েবা 

ঈমান আনার জন্য যেটা প্রথমে প্রয়োজন আর সেটা হলো কালিমা  বা সাক্ষ্য দেওয়া। কালিমার মধ্য সর্বপ্রথম কালিমা হলো কালিমায়ে তাইয়্যেবাহ।

কালিমায়ে তাইয়্যেবা এর আরবি, বাংলা উচ্চারণ, অর্থ

নিচে কালিমায়ে তাইয়্যেবাহ এর আরবি, বাংলা উচ্চারণ, অর্থসহ সুন্দর করে বিস্তারিত তুলে ধরলাম।

কালিমা তাইয়্যেবা আরবি

لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ

কালিমা তাইয়্যেবা বাংলা উচ্চারণ 

লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কালিমা তাইয়্যেবা এর অর্থ 

আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ (ইলাহ) নেই। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তায়ালার রাসুল। 

কালিমা তাইয়্যেবা নিয়ে কিছু প্রশ্ন উত্তর

১. ইমান আনার জন্য কোন কালিমা পড়তে হয়?

উত্তরঃ ঈমান আনার জন্য কালেমায় তাইয়েবা পড়তে হয়।

২. কালিমা তাইয়্যেবা ফজিলত 

উত্তরঃ কালিমা তাইয়্যেবা এর ফজিলত অনকে। রাসুল সাঃ বলেন, যে ব্যক্তি জীবনে একবার লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। সে জান্নাতে প্রবেশ করিবে। (আল হাদিস)

Tag: কালিমায়ে তাইয়্যেবা এর আরবি, বাংলা উচ্চারণ, অর্থসহ, কালিমা তাইয়্যেবা ফজিলত, kalima tayyab
Next Post Previous Post