সূরা মুজাম্মিল এর ফজিলত- সুরা মুজাম্মিল এর ফজিলত | surah muzammil fazilat bangla

আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা! আজকে আপনাদের জন্য নিয়প এলাম, সুরা মুজাম্মিল এর ফজিলত সম্পর্কে। আসা করি, আজকের পোস্ট আপনাদের উপকারে আসবে।
সূরা মুজাম্মিল এর ফজিলত- সুরা মুজাম্মিল এর ফজিলত | surah muzammil fazilat bangla

সূরা মুজাম্মিল | সূরা মুযাম্মিল

আল কোরআন এর ফজিলতপূর্ণ সূরাগুলোর মধ্যে অন্যতম হলো সূরা মুজাম্মিল। আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সাঃ কে যেসব নাম ধরে ডাক দিয়েছেন। ঐ নামগুলোর অন্যতম নাম হলো মুযাম্মিল। 

সুরা মুজাম্মিল এর ফজিলত | surah muzammil fazilat bangla 

সূরা মুজাম্মিল এর ফজিলত ও মর্তবা অনেক। মহান আল্লাহর নিকট অশেষ সাওয়াব লাভ তো হবেই অধিকন্তু যদি কেউ সূরা মুজাম্মিল নিয়মিতভাবে প্রতিদিন একবার করে পাঠ করে, তাহলে সে যে কোন প্রকারের বিপদ আপদ হতে মুক্তি পাবে। 
সূরা মুজাম্মিল পাঠ করলে, হযরত মুহাম্মদ সাঃ এর জিয়ারত (সাক্ষাত) নসিব হবে।
সূরা মুজাম্মিল পাঠ করলে, হাকিমের সদাচার লাভ হবে।
সূরা মুজাম্মিল প্রতিদিন ৭বার পাঠ করলে, তার রুজি ও বুদ্ধি বাড়বে।
শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রহঃ) তদীয় আল-কওলুল জামীল কিতাবে লিখেছেন, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ৪১ দিন পর্যন্ত প্রত্যহ ৪১ বার করে এ সূরাহ পাঠ করে তাহলে অতি
সহজেই সে ঋণমুক্ত হবে। (ইহা পরীক্ষিত)

তাই আমাদের উচিত কুরআন শরীফ পড়ার পাশাপাশি সূরা মুজাম্মিল পড়া। আল্লাহ আমাদের সে তাওফিক দান করুন। আমিন

Tag: সূরা মুজাম্মিল এর ফজিলত, সুরা মুজাম্মিল এর ফজিলত, surah muzammil fazilat bangla
Next Post Previous Post