বাহলুল দরবেশের শিক্ষনীয় ঘটনা-বাহলুল পাগলের ঘটনা | বাদশা হারুনুর রশিদ এর ঘটনা- বাদশাহ হারুনুর রশীদ ও বাহলুলের গল্প | Islamic golpo bangla

আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা! আজকের পোস্টে জানতে পারবেন, বাদশাহ হারুনুর রশীদ ও বাহলুলের গল্প। এই গল্পের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। 
বাহলুল দরবেশের শিক্ষনীয় ঘটনা-বাহলুল পাগলের ঘটনা  | বাদশা হারুনুর রশিদ এর ঘটনা- বাদশাহ হারুনুর রশীদ ও বাহলুলের গল্প | Islamic golpo bangla

বাহলুল দরবেশের শিক্ষনীয় ঘটনা-বাহলুল পাগলের ঘটনা  | বাদশা হারুনুর রশিদ এর ঘটনা- বাদশাহ হারুনুর রশীদ ও বাহলুলের গল্প | Islamic golpo bangla

বাদশাহ হারুর ও পাগল বাহলুল এর কাহিনী আমাদেরকে দুনিয়াবি চিন্তা থেকে মুক্ত হবার উৎসাহ দিবে এবং পাশাপাশি আখেরাতে বা পরকালের দিকে ধাবিত করবে। তাই দয়া করে পুরো পোস্ট পড়ার অনুরোধ রইল। ধন্যবাদ 

বাদশা হারুনুর রশীদের আমলে ‘বাহলুল’ নামক বড় এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহর মহব্বতে পাগল এ বুযুর্গের সাথে বাদশা হাস্য- কৌতুক করতেন। পাগল হলেও জ্ঞানী সুলভ কথা বলতেন। বাদশা তার প্রহরীকে বলে রেখেছিলেন, এ ব্যক্তিটি আমার সাক্ষাতে যখনই আসতে চায়, তখনই তাকে আসতে দিও। সুতরাং যখন খুশি তিনি রাজ দরবারে হাজির হতেন। 


একদিন তিনি দরবারে প্রবেশ করে বাদশা হারুনুর রশীদের হাতে একটি ছড়ি দেখতে পেলেন। হারুনুর রশীদ কৌতুক করে বললেন, ‘বাহলুল সাহেব তোমার কাছে একটা অনুরোধ রাখব’| বাহলুল বললেন, কী অনুরোধ? হারুনুর রশীদ তাকে ছড়িটি দিয়ে বললেন, ‘এটা তোমাকে আমানত স্বরূপ দিচ্ছি'। পৃথিবীর বুকে তোমার চেয়ে বড় কোনো বেকুব যদি খুঁজে পাও তাকে আমার পক্ষ থেকে এটি উপহার দেবে।’ ‘আচ্ছা ঠিক আছে' বলে ছড়িটি বাহলুল নিজের কাছে রেখে।দিল। আসলে বাদশা ঠাট্টা করে বাহলুলকে এটাই বুঝাতে চাচ্ছিলেন যে, তোমার চেয়ে বড় নির্বোধ পৃথিবীতে আর কেউ নেই। যা হোক তখনকার মতো বাহলুল ছড়ি নিয়ে দরবার থেকে চলে গেল। 


কয়েক বছর পরের ঘটনা। একদিন বাহলুল জানতে পারল, হারুনুর রশিদ খুব অসুস্থ, শয্যাশায়ী। তাঁর চিকিৎসা চলছে, কিন্তু কোনো ফল দিচ্ছে না। বাহলুল বাদশার শুশ্রুষার জন্য তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করল, ‘আমিরুল মুমিনীন কেমন আছেন?’ বাদশা বললেন, ‘অবস্থা আর কি, সামনে সুদূর সফর উপস্থিত’। 


বাহলুল: বাহলুল জিজ্ঞেস করল, ‘কোথাকার সফর?’


বাদশাহ: আখেরাতের সফর! এখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। 

বাহলুল: কতদিন পর ফিরে আসবেন?


বাদশাহ: আরে ভাই! এটাতো আখেরাতের সফর। এ সফরে গেলে কেউ আর ফিরে আসে না।


বাহলুল: আচ্ছা আপনি তো এ সফর থেকে আর ফিরবেন না, তাই সফরে আরাম ও সুবিধার জন্য কী কী ব্যবস্থা করেছেন?


বাদশাহ: তুমি দেখি আবার নির্বোধের মত কথাবার্তা বলতে শুরু করেছ। আখেরাতের সফরে কেউ সঙ্গে যেতে পারে নাকি? এ সফরে বডিগার্ড, সৈন্য-লশকর কেউ সাথে যেতে পারে না। সঙ্গীহীন একাকী যেতে হয়। এ এক মহা সফর। 


বাহলুল: এত দীর্ঘ সফর! সেখান থেকে আর ফিরবেন না, তবুও সৈন্য-সামন্ত কিছু পাঠালেন না? অথচ ইতোপূর্বে সব সফরেই এর যাবতীয় ব্যবস্থাপনার জন্য আগে থেকেই আসবাব-পত্র ও সৈন্য-সামন্ত প্রেরণ করতেন। এ সফরে কেন পাঠালেন না?


বাদশাহ:- এটা এমন সফর যে, এতে সৈন্য পাঠানো যায় না।


বাহলুল: - জাঁহাপনা! বহুদিন হলো আপনার একটি আমানত আমার কাছে রয়ে গেছে। সেটি একটি ছড়ি। আমার চেয়ে বড় কোনো নির্বোধ পেলে এটা তাকে উপহার দিতে বলেছিলেন। আমি অনেক খুঁজেছি কিন্তু আপনার চেয়ে বড় নির্বোধ আর কাউকে পেলাম না। কারণ, আমি দেখেছি আপনি কোনো সংক্ষিপ্ত সফরে গেলেও মাস খানেক পূর্ব থেকেই তার প্রস্তুতি চলত। পানাহারের আসবাব, তাবু, সৈন্য, বডিগার্ড ইত্যাদি আগে থেকেই পাঠানো হতো। 


আর এখন এতো দীর্ঘ সফর, যেখান থেকে ফেরার সম্ভাবনাও নেই, অথচ এর জন্য কোনো প্রস্তুতি নেই। আপনার চেয়ে বড় বোকা জগতে আর কে আছে? অতএব আপনার আমানত আপনাকেই ফেরৎ দিচ্ছি। এসব শুনে বাদশা কান্নায় ভেঙ্গে পড়লেন এবং বিলাপ করে বলতে লাগলেন, বাহলুল! তুমি সঠিক বলেছো। আজীবন তোমাকে বোকা ভেবেছি, কিন্তু বাস্তবতা হলো তুমি বুদ্ধিমান। তুমি প্রজ্ঞাপূর্ণ কথা বলেছ। বাস্তবেই আমি সারা জীবন বৃথা কাটিয়েছি। আখেরাতের কোনো প্রস্তুতি নেই নি।


Tag: বাহলুল দরবেশের শিক্ষনীয় ঘটনা, বাহলুল পাগলের ঘটনা, বাদশা হারুনুর রশিদ এর ঘটনা, বাদশাহ হারুনুর রশীদ ও বাহলুলের গল্প, Islamic golpo bangla, বাদশা হারুনুর রশিদের কাহিনী, বাহলুল পাগল,  বাহলুল এর ঘটনা,  ইসলামিক শিক্ষনীয় গল্প, ইসলামিক শিক্ষনীয় গল্প কাহিনী 
Next Post Previous Post