বাংলাদেশের বিভাগ কয়টি? | বাংলাদেশের বিভাগ কয়টি ও কী কী | bangladesher bivag koyti -bangladesh bivag koyti 2022

আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা! আজকে আমরা জানবো, বাংলাদেশের বিভাগ কয়টি? | বাংলাদেশের বিভাগ কয়টি ও কী কী | bangladesher bivag koyti -bangladesh bivag koyti 2022
বাংলাদেশের বিভাগ কয়টি? | বাংলাদেশের বিভাগ কয়টি ও কী কী | bangladesher bivag koyti -bangladesh bivag koyti 2022

বাংলাদেশের বিভাগ কয়টি ও কী কী | bangladesh bivag koyti 2022


এই পোস্টে জানতে পারবেন, বাংলাদেশের বিভাগ কয়টি। বাংলাদেশের বিভাগের নাম কি বা বাংলাদেশের বিভাগ কয়টি? এসব সম্পর্কে আমরা অনেকে জানি আবার অনেকে জানিনা। যা একটি খুবই দুঃখের বিষয়। আর তাই আজকের পোস্ট এর মাধ্যমে আশাকরি জানতে পারবেন, বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? 

বিভাগ কাকে বলে?

বাংলাদেশের বিভাগ কয়টি? তা জানার আগে আমাদের জানতে হবে বিভাগ কাকে বলে? কয়েকটি জেলা মিলিত হয়ে একটি বিভাগ গঠিত হয়। তাকে বিভাগ বলা হয়। 

বাংলাদেশের বিভাগ কয়টি | bangladesh bivag koyti 2022

বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে অন  1971 সালে। বাংলাদেশের বিভাগ আটটি। বাংলাদেশের বর্তমানে মোট বিভাগ হল ৮টি।

বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি 2022 

বর্তমান সময়ে বাংলাদেশের বিভাগ হলো ৮টি। বাংলাদেশের আটটি বিভাগের নাম হলোঃ
১. ঢাকা
২. চট্টগ্রাম
৩. রাজশাহী
৪. রংপুর
৫. বরিশাল
৬. খুলনা
৭. ময়মনসিংহ
৮. সিলেট 

বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ কয়টি | বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ সমূহ 

বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ ২টি। যথাঃ
১. কুমিল্লা বিভাগ 
২. পদ্মা বিভাগ 

বাংলাদেশের বিভাগ ও আয়তন

1. রাজশাহী -----> 18,153.08 বর্গ কিলোমিটার।
2. সিলেট --------> 12,635.22 বর্গ কিলোমিটার।
3. ময়মনসিংহ -----> 10,552 বর্গ কিলোমিটার।
4. বরিশাল -----> 13,225.20 বর্গ কিলোমিটার।
5. ঢাকা -----> 31,177.74 বর্গ কিলোমিটার।
6. রংপুর ------> 16,184.99 বর্গ কিলোমিটার।
7. চট্টগ্রাম -----> 33,908.55 বর্গ কিলোমিটার।
8. খুলনা ------> 22,284.22 বর্গ কিলোমিটার।

Tag: বাংলাদেশের বিভাগ কয়টি? | বাংলাদেশের বিভাগ কয়টি ও কী কী | bangladesher bivag koyti -bangladesh bivag koyti 2022, বাংলাদেশের বিভাগ কয়টি, বাংলাদেশের বিভাগ কয়টি, বাংলাদেশের বিভাগ কয়টি 2022, বাংলাদেশের বিভাগ কয়টি,  বাংলাদেশের বিভাগ কয়টি, বাংলাদেশের বিভাগ কয়টি ও কী কী, বাংলাদেশের বিভাগ কয়টি ও কি, বাংলাদেশের বিভাগ কয়টি বর্তমানে, বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি 2022, বাংলাদেশের বিভাগ কয়টি 2022, বাংলাদেশের বিভাগ কয়টি নাম কি, বাংলাদেশের বিভাগ কয়টি
Next Post Previous Post