উমাইয়া বংশ কে প্রতিষ্ঠা করেন | উমাইয়া খলিফা বংশ তালিকা ( PDF)
আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা1 আজকে আমরা জানবো, উমাইয়া বংশের খুঁটিনাটি সম্পর্কে। উমাইয়া বংশ কে প্রতিষ্ঠা করেন ? উমাইয়া খলিফা বংশ তালিকা
কে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন ?
চার খলিফার খিলাফতের পর হজরত মুয়াবিয়া রাঃ ৬৬১ খ্রিস্টাব্দে সিরিয়ার রাজধানী দামেস্কে উমাইয়া খিলাফত চালু করেন।
উমাইয়া বংশ কবে প্রতিষ্ঠিত হয়?
উমাইয়া বংশ ৬৬১ খ্রিস্টাব্দে হজরত আমীরে মুয়াবিয়া রাঃ প্রতিষ্ঠা করেন।
উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলো খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান
উমাইয়া সাধু কাকে বলা হয়
উমাইয়া সাধু কাকে বলা হয় হযরত ওমর ইবনে আবদুল আজিজ রহঃ কে।
উমাইয়া বংশের রাজা কয় জন ?
উমাইয়া বংশের রাজত্ব করেন মোট ১৪ জন।
উমাইয়া কোন গোত্রের শাখা ?
উমাইয়া কুরাইশ গোত্রের শাখা।
উমাইয়া খলিফা বংশ তালিকা
- মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান
- ইয়াযীদ ইবনে মুয়াবিয়া
- মুয়াবিয়া ইবনে ইয়াযীদ
- মারওয়ান ইবনে হাকাম
- আব্দুল মালেক ইবনে মারওয়ান
- ওয়ালীদ ইবনে আঃ মালেক
- সোলায়মান ইবনে আঃ মালেক
- ওমর ইবনে আব্দুল আজীজ
- ইবনে মারওয়ান ইয়াযীদ (২) ইবনে মালেক
- হিশাম ইবনে আঃ মালেক
- ওয়ালীদ (২) ইবনে ইয়াযীদ ইবনে আঃ মালেক
- ইয়াযীদ (৩) ইবনে ওয়ালীদ ইবনে আঃ মালেক
- ইব্রাহীম ইবনে ওয়ালীদ ইবনে আব্দুল মালেক
- মারওয়ান ইবনে মুহাম্মদ ইবনে মাওয়ান
Tag: উমাইয়া বংশ কে প্রতিষ্ঠা করেন ,উমাইয়া খলিফা বংশ তালিকা, উমাইয়া কোন গোত্রের শাখা, উমাইয়া সাধু কাকে বলা হয়