সাত সালামের (আরবি, বাংলা উচ্চারণসহ) ফজিলত | sat salam bangla

আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা! আজকে আমরা জানবো, সাত সালামের (আরবি, বাংলা উচ্চারণসহ) ফজিলত | sat salam bangla

সাত সালামের (আরবি, বাংলা উচ্চারণসহ) ফজিলত | sat salam bangla

সাত সালামের (আরবি, বাংলা উচ্চারণসহ) ফজিলত | sat salam bangla

নিচে সাত সালাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।  দয়া করে পুরো পোস্টটি মনোযোগের সাথে পড়ুন। সাত সালাম পাঠ এর বিনিময়ে আল্লাহ তায়ালা আমাদেরকে কি দিবেন তা তিনি ছাড়া কেউ জানেন না।

সাত সালামের আরবি 

سَلٰمٌ ۟ قَوۡلًا مِّنۡ رَّبٍّ رَّحِیۡمٍ - سَلٰمٌ عَلٰی نُوۡحٍ فِی الۡعٰلَمِیۡنَ - سَلٰمٌ عَلٰۤی اِبۡرٰهِیۡمَ - سَلٰمٌ عَلٰۤی اِلۡ یَاسِیۡنَ - سَلٰمٌ عَلٰۤی اِلۡ یَاسِیۡنَ - سَلٰمٌ عَلَیۡکُمۡ طِبۡتُمۡ فَادۡخُلُوۡهَا خٰلِدِیۡنَ - سَلٰمٌ ۟ۛ هِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ

সাত সালামের বাংলা উচ্চারণ 

সালা-মুন ক্বউলাম মির রব্বির রহি-ম ।
সালা-মুন আলা- নূ-হিন ফিল আ-লামি-ন।
সালা-মুন আলা- ইবর-হিম ।
সালা-মুন আলা- মূ-সা ওয়া হা-রু-ন ।
সালা-মুন আলা- ইল ইয়াসি-ন ।
সালা-মুন আলাইকুম তিবতুম ফাদ খুলুহা- খ্ব-লিদিন ।
সালা-মুন হিয়া হাত্তা- মাতলাইল ফাজরি ।

সাত সালামের বিস্তারিত আলোচনা 

(1) সালা-মুন ক্বওলাম মির রব্বির রহি-ম।
অর্থ :করুনাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। 
(সূরা-ইয়াসিন, আয়াত নং-৫৮)

(2)সালা-মুন আলা- নু-হিন ফিল আ-লামি-ন।
অর্থ: বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
(সূরা-আস ছাফফাত,আয়াত নং-৭৯)

(3)সালা-মুন আলা- ইবর-হিম। 
অর্থ: ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। 
(সূরা-আস ছাফফাত, আয়াত নং- ১০৯)

(4)সালা-মুন আলা- মূ-সা ওয়া হারু-ন। 
অর্থ: মূসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক। 
(সূরা-আস ছাফফাত, আয়াত নং-১২০)

(5)সালা-মুন আলা- ইলইয়াসি-ন 
অর্থ: ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক। 
(সূরা-আস ছাফফাত, আয়াত নং-১৩০)

(6)সালা-মুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খলিদি-ন। 
অর্থ: তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো। 
(সূরা-আয যুমার, আয়াত নং-৭৩)

(7)সালা-মুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর্। 
অর্থ: এটা নিরাপত্তা,যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। 
(সূরা- আল ক্বদর,আয়াত নং-৫)

সাত সালামের ফজিলত 

সাত সালাম পড়ার  ফযিলতের কথা বিভিন্ন ইসলামিক বই গুলোতে বলা হয়েছে। যেমন:
* যারা সকাল-সন্ধ্যা এ আয়াত পাঠ করবে তারা আল্লাহর রহমতে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবে।

* সাপে কামড়ের রোগী সুস্থ হবে এবং এমন যে কোন ধরণের বিষক্রিয়া হলে এই সাত সালাম একবার পড়ে পানিতে দম করবে। এভাবে সাতবার দম করে ঐ পানি রোগীকে পান করালে বিষক্রিয়া নষ্ট হবে।

* এই সাত সালাম পাঠ করে ঝাড়ফুক করলে জিনে ধরা রোগী ভালো হবে।

* যানবাহনে চলাচল কালে এই সাত সালাম পাঠ করলে নিরাপদে পার হওয়া যাবে ইত্যাদি। 
 
পবিত্র কুরআন এই সালাম সাতবার রয়েছে। তাই অনেক আলেম ওলামাগন একে আয়াতে সালাম বলে থাকেন। যেহেতু এগুলো পবিত্র কুরআনের আয়াত। সেদিক থেকে আমরা এই সাত সালাম আমল করলে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। 

কিন্তু কোন নির্দিষ্ট উদ্দেশ্যে এই সাত সালাম পাঠ করার কোন সহিহ হাদিস না থাকায় আমরা কোন উদ্দেশ্য হাসিলের জন্য তা আমল করতে পারিনা। 

Tag: সাত সালামের (আরবি, বাংলা উচ্চারণসহ) ফজিলত, sat salam bangla, সাত সালাম,সাত সালাম দোয়া, সাত সালাম আরবী, সাত সালাম ভিডিও, সাত সালাম বাংলায়, সাত সালাম এর ফজিলত, সাত সালাম সূরা, সাত সালাম এর অর্থ, সাত সালাম কি, সালাম আরবি, সাত সালাম বাংলা, sat salam bangla, sat salam dua bangla, sat salam in quran bangla
Next Post Previous Post