চুল ঘন করার উপায়- চুল লম্বা করার সহজ উপায় | সামনের চুল ঘন করার উপায় | চুল মোটা এবং ঘন করার ৫টি টিপস
আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা! চুল মানুষের সৌন্দর্য প্রকাশ করার অন্যতম মাধ্যম। ঘন চুল মানুষের সৌন্দর্যরূপে ফুটে তুলে। কিন্তু ঘন চুল সবার থাকে না। তাই আপনারা চুল ঘন করার জন্য বিভিন্ন মাধ্যম ইন্টারনেটে জানতে চান। তাই আজকে নিয়ে এলাম, চুল ঘন করার উপায়- চুল লম্বা করার সহজ উপায় | সামনের চুল ঘন করার উপায় | চুল মোটা এবং ঘন করার ৫টি টিপস
চুল মোটা এবং ঘন করার ৫টি টিপস
নানারকম হেয়ার স্টাইল করেছেন| কিন্তু তবুও চুলের ফাঁক দিয়ে আপনার টাক উঁকি মেরে পুরো স্টাইলের সর্বনাশ করে দিচ্ছে! এমন অবস্থায় রাস্তায় কেশবতী কন্যা দেখলে কেমন গা জ্বলে বলুন তো? দুশ্চিন্তায় মাথার বাকি চুল না ছিঁড়ে শান্ত হয়ে ‘দাশবাসে’র আজকের আর্টিকেলের টিপসগুলো ফলো করুন| র্যাপুঞ্জেলের মত না হলেও একমাথা ঘন কালো চুলের গোপন রহস্য আজ এই আর্টিকালে ফাঁস হবে!
১. অয়েল ম্যাসাজ
অয়েল ম্যাসাজ খুব উপকারী আমাদের মাথার পাতলা চুল মোটা বা ঘন করার জন্য| অয়েল ম্যাসাজের ফলে স্ক্যাল্পে রক্ত চলাচল বেড়ে যায়| ফলে মাথায় নতুন চুল গজায়| আজ আমি আপনাদের ৫ টি খুব উপকারী হেয়ার অয়েলের কথা বলবো যা আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, এবং এই তেলগুলি নিয়মিত ম্যাসাজ করলে আপনার মাথায় নতুন চুল গজাবে এবং খুব সহজেই চুল ঘন হয়ে উঠবে।
২. আদার তেল
আদার তেল বাজারেও কিনতে পাওয়া যায়। কিন্তু যখন বাড়িতেই আপনি আদার তেল বানাতে পারবেন তখন খামোখা কিনবেন কেন? আদার তেল কিন্তু চুলের গোছ বাড়ানোর জন্য খুব উপকারী। আমাদের চুল গোড়া থেকে পাতলা হয়ে গেলে সমানে পড়তে শুরু করে। আদার তেল চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।
আদার তেল বানানোর উপকরণ
- ২০০ গ্রাম নারকেল তেল।
- ৫০ গ্রাম আদা।
- ২-৩ বড় চামচ অলিভ অয়েল (চাইলে নাও দিতে পারেন)।
আদার তেল বানানোর পদ্ধতি
আদা চুলে ভালো করে ধুয়ে ছোটো টুকরো করে কেটে একটু থেঁতলে নিন। এবার একটি পাত্রে নারকেল তেল গরম করুন। আদার টুকরোগুলি ওতে দিয়ে দিন। খুব কম আঁচে ২০-২৫ মিনিট ধরে তেল নাড়তে থাকুন। এতে আদার সম্পূর্ণ রস তেলের সাথে মিশে যাবে। ২৫ মিনিট পর গ্যাস বন্ধ করুন। ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ছেঁকে নিন। এবার তার সাথে অলিভ অয়েল মিশিয়ে নিন। প্রতিদিন রাতে শোবার আগে এই তেল আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সকালে শ্যাম্পু করে নিন। ১ মাসের মধ্যেই আপনার মাথা চুলে ভরে যাবে।
৩. জবা ফুলের তেল
জবা ফুল আমাদের চুলের জন্য ‘মায়ের আশীর্বাদ’ বলতে পারেন। এই ফুলের তেল মাথায় লাগালে চুল পড়া চিরতরে বন্ধ হবে এবং খুব তাড়াতাড়ি নতুন চুল গজাতে শুরু করবে। ঘন কালো একগুচ্ছ চুলের জন্য চটপট বানিয়ে ফেলুন জবা ফুলের তেল।
জবা ফুলের তেল বানানোর উপকরণ
- লাল জবা ফুল ১২-১৫ টি।
- কারি পাতা ১ কাপ।
- নারকেল তেল ৫০০ গ্রাম।
জবা ফুলের তেল বানানোর পদ্ধতি
ফুলের পাপড়িগুলি ও কারি পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এবার পাত্রে নারেকেল তেল গরম করে তাতে জবা ফুলের পাপড়ি ও কারি পাতা সাবধানে দিয়ে আঁচ কম করে নাড়তে থাকুন| যাতে পুড়ে না যায়। ১০ মিনিট কম আঁচে নাড়ার পর গ্যাস বন্ধ করুন। তেল ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ছেঁকে রেখে দিন। প্রতিদিন রাতে শোবার আগে ভালো করে ৫ মিনিট ধরে স্ক্যাল্পে ম্যাসাজ করুন।
৪. আমলকী তেল
চুলের ক্ষেত্রে আমলকীর উপকারিতা নতুন করে আর বলার কিছু নেই। তাই পাতলা চুলের সমস্যা থেকে রেহাই পেতে এই তেল অবশ্যই ব্যবহার করুন।
আমলকী তেল বানানোর উপকরণ
- ১ কাপ আমলকী জুস।
- ১ কাপ নারকেল তেল।
আমলকী তেল বানানোর পদ্ধতি
আমলকী ভালো করে ধুয়ে একটি পাত্রে থেঁতো করে বীজগুলি বের করে নিন। এবার মিক্সিতে অল্প জল দিয়ে বেটে, ছাঁকনি দিয়ে ছেঁকে জুস বের করে নিন। এবার একটি পাত্রে নারকেল তেল গরম করে তাতে খুব সাবধানে আমলকীর জুস মেশান। কম আঁচে ৫-৭ মিনিট নাড়লে দেখবেন জল শুকিয়ে গিয়ে তেলের রং বাদামী হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করুন। ঠান্ডা হলে একটি বোতলে ঢেলে রাখুন। প্রতিদিন রাতে এই তেল আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সকালে আগে হালকা গরম জলে মাথা ধুয়ে তারপর শ্যাম্পু করে ফেলুন।
৫. পেঁয়াজের তেল
পেঁয়াজের রস আমাদের চুল গজানোর ক্ষেত্রে ম্যাজিকের মত কাজ করে। খুব কম সময়েই তাই এই তেল আপনার চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। শুধু আমি না, যে কোনো ডার্মাটোলজিস্ট কিন্তু তাই বলবেন। তাই পেঁয়াজ এবার থেকে শুধু রান্নার কাজে না লাগিয়ে চুলের খাদ্য হিসেবেও কাজে লাগান।
পেয়াজের তেল বানানর উপকরণ
- ২ টি ছোটো পেঁয়াজ।
- ৪ টি রসুনের কোয়া।
- ১ কাপ নারকেল তেল।
পেয়াজের তেল বানানোর পদ্ধতি
পেঁয়াজ স্লাইস করে কেটে নিন| রসুনের কোয়াগুলি ছুলে নিন। নারকেল তেল একটি পাত্রে গরম করে তাতে রসুন ও পেঁয়াজের স্লাইসগুলো দিন। এবার কম আঁচে নাড়তে থাকুন| যতক্ষণ না পেঁয়াজ বাদামী রঙের হচ্ছে ততক্ষণ ক্রমাগত তেল নাড়তে থাকুন। ১৫ মিনিট পর গ্যাস বন্ধ করুন। ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে বা বোতলে ছেঁকে রাখুন। প্রতিদিন রাতে এই তেল আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সকালের আগে হালকা গরম জলে মাথা ধুয়ে তারপর শ্যাম্পু করে ফেলুন।
আমি তো আপনাকে উপায় বলেই দিলাম। কিন্তু আপনার কাজ হলো এর মধ্যে যে কোনো একটি বা দুটি তেল বানিয়ে সেই তেল ব্যবহার করা। সবগুলি ঘরোয়া তেলেই আপনার উপকার হবে। নিয়মিত ব্যবহার করুন, দেখবেন ১ মাসের মাথার চুল সামলাতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন।
চুল ঘন করার কার্যকরী উপায়
আজকাল খুব বেড়ে গিয়েছে টাক পড়ার হার। একেবারে টাক না হয়ে গেলেও চুল পড়া ও পাতলা হয়ে যাওয়ার সমস্যা আছে আজকাল প্রায় সবারই। প্রতিদিনের ব্যস্ত জীবন ও পরিবেশ দূষণ সবার আগে কেড়ে নিচ্ছে চুলের সৌন্দর্য। ঘন ও কালো চুল পাওয়া যেন রীতিমত ভাগ্যের ব্যাপার এখন। ঘন ও কালো চুল চাই? তাহলে আজ আমরা নিয়ে এলাম ৩টি দারুণ কৌশল। এই কৌশল গুলো অবলম্বন করেই দেখুন। চুল পড়ার পর একদম কমে গিয়ে পাবেন ঘন,কালো, ঝলমলে চুল! প্রাচীনকাল থেকেই চুন ঘন কালো করার জন্য প্রাকৃতিক অনেক উপায় ব্যবহার হয়ে আসছে। চুলের যত্নে যেখানে ইজিপ্সিয়ানরা ব্যবহার করতো ফিগ ও ক্যাস্টর অয়েল, সেখানে গ্রীক ও রোমানরা ব্যবহার করতেন অলিভ ও রোজমেরি অয়েল। এখনো চুলকে ঘন কালো ও স্বাস্থ্যোজ্জ্বল করার জন্য ঘরোয়া উপায়ই বেশী উপযোগী। চুলকে ঘন করার জন্য আজকে আপনাদের জন্য রইল এমনই কিছু ঘরোয়া উপায়।
ডিম ও মধুর হেয়ার প্যাক
চুলকে ঘন করার জন্য ডিমের ব্যবহার সেই প্রাচীন রোমানদের কাছ থেকে এসেছে। ডিমের প্রোটিন, জিংক, সেলেনিয়াম, সালফার, আয়রন, ফসফরাস ও আয়োডিন নতুন চুল গজানোর জন্য অনেক বেশী কার্যকরী।
পদ্ধতি
একটি ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ মধু একটি বাটিতে নিয়ে খুব ভালো করে মেশান। একটি মসৃণ মিশ্রণ না হওয়া পর্যন্ত মেশাতে থাকুন। এরপর এটি চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যাবহারে ভালো ফল পাবেন।
মেহেদী ও টক দইয়ের হেয়ার প্যাক
মেহেদী নতুন চুল গজানোর জন্য বেশ ভালো একটি উপাদান। এছাড়াও মেহেদী চুলের গোড়া শক্ত করে চুল পড়া রোধে সাহায্য করে।
পদ্ধতি
এই প্যাকটি বানাতে লাগবে ১ কাপ পরিমাণ গুড়ো মেহেদী বা চুলের পরিমাণ অনুযায়ী অর্ধেক কাপ বাটা মেহেদী। ও ১ কাপ টক দই (বাটা মেহেদী হলে অর্ধেক কাপ)। মেহেদী ও টক দই একটি বাটিতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে পেস্টের মত তৈরি করতে হবে। এই পেস্টটি চুলের গোড়ায়, মাথার ত্বকে ও পুরো চুলে খুব ভালো করে লাগাতে হবে। পুরোপুরি না শুকানো পর্যন্ত চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ১/২ বার ব্যবহার করুন এই প্যাকটি।
পেঁয়াজের রস ও মধুর হেয়ার মাস্ক
পেঁয়াজের রস চুলের জন্য খুব উপকারী একটি উপাদান। চুল পড়া রোধ ও নতুন চুল গজানোর সহায়তার জন্য এটা অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে।
পদ্ধতি
একটি মাঝারি আঁকারের পেঁয়াজ নিন। পেঁয়াজটি কুচি করে কেটে কিংবা গ্রেটারে গ্রেট করে নিয়ে চিপে এর রস বের করুন। যদি প্রয়োজন বোধ করেন তো ২টি পেঁয়াজ নিতে পারেন। এই পেঁয়াজের রসে ২ চা চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি মাথার ত্বকে চুলের গোড়ায় লাগাবেন। সব চাইতে ভালো ফল পেতে এই মাস্কটি রাতে ব্যবহার করুন। পুরো রাত এই হেয়ার মাস্কটি চুলে লাগিয়ে রাখুন। সকালে হালকা কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩/৪ বার ব্যবহারে দ্রুত ফল পাবেন।
ঘন চুলের জন্য কিছু টিপস
- মাসে অন্তত ১ বার চুলের আগা ছাঁটুন।
- ঘন ঘন চুলে স্ট্রেইটনার ও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
- চুলের জন্য ভিটামিন ই সমৃদ্ধ খাবার খান।
- ভিটামিন ই ট্যাবলেট খেতে পারেন।
- ভেজা চুল আঁচড়াবেন না।
- চুলের গোড়ায় ময়লা জমতে দেবেন না।
Tag: চুল ঘন করার উপায়, চুল লম্বা করার সহজ উপায়, সামনের চুল ঘন করার উপায়, চুল মোটা এবং ঘন করার ৫টি টিপস, চুল ঘন করার উপায়, চুল লম্বা করার সহজ উপায়, সামনের চুল ঘন করার উপায়, চুল পড়া বন্ধ ও ঘন করার উপায়, কি তেল দিলে চুল লম্বা হয়, চুল পড়া বন্ধ করার তেলের নাম, চুল বড় করার উপায়, চুল গজানোর তেলের নাম, চুল ফোলানোর নিয়ম, চুল লম্বা করার সহজ পদ্ধতি, Ways to thicken hair