রাসুল সাঃ এর স্ত্রীদের নাম, হযরত মোহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম, নবীজীর স্ত্রীগণের নাম/তালিকা অর্থ সহ | হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম ও বয়স
আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা! আজকে আপনারা Islamer Alo BD এর মাধ্যমে জানতে পারবেন, রাসুল সাঃ এর স্ত্রীদের নাম, হযরত মোহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম, নবীজীর স্ত্রীগণের নাম/তালিকা অর্থ সহ | হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম ও বয়স, wives name of hazrat muhammad
হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম, নবীজীর স্ত্রীগণের নামের তালিকা
- হযরত খাদীজাতুল কোবরা (রাঃ)
- হযরত সাওদা (রাঃ)
- হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)
- হযরত হাফছা (রাঃ)
- হযরত যয়নব বিনতে খোযাইমা (রাঃ)
- হযরত উম্মে সালমা (রাঃ)
- হযরত যয়নব বিনতে জাহাশ (রাঃ)
- হযরত উম্মে হাবীবা (রাঃ)
- হযরত জোয়াইরিয়া (রাঃ)
- হযরত সাফিয়্যা (রাঃ)
- হযরত মাইমূনা (রাঃ)
- হযরত মারিয়া ক্বিবতিয়্যা (রাঃ)
রাসুল সাঃ এর স্ত্রীদের সংক্ষিপ্ত পরিচয় | হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম ও সংক্ষিপ্ত পরিচয়
হযরত রাসূলে করীমের (সাঃ) সহধর্মিনীগণ ছিলেন উম্মতের মা। তাঁদের দ্বারা শরীয়তের একটি বিরাট অংশ প্রচারিত হয়েছে। এ কারণে তাঁদের জীবন-ইতিহাস অত্যন্ত যত্নের সাথে সংরক্ষিত হয়েছে। হাদীসের বিশাল ভাণ্ডারে তাঁদের প্রতিটি বর্ণনা সংরক্ষিত আছে। তাঁদের বিবাহিত জীবনের মুদ্দত, ইন্তেকাল এবং কবর শরীফ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য নিম্নরূপ:
(১) হযরত খাদীজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহা
বিবাহিত জীবন মোট পঁচিশ বছর । নবুওতের দশম বর্ষে মক্কায় ইন্তেকাল করেন। এ সময় তাঁর বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর। মক্কার প্রাচীন কবরস্থান জান্নাতুল মা'লায় তাঁকে সমাহিত করা হয় ।
(২) হযরত সাওদা (রাঃ)
নবুওতের দশম বর্ষে হযরত খাদীজাতুল কোবরার (রাঃ) ইন্তেকালের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ সময় তাঁর বয়স ছিল পঞ্চাশ বছর। দাম্পত্য জীবনের মুদ্দত চৌদ্দ বছর। ২২ হিজরীতে পঁচাত্তর বছর বয়সে মদীনায় ইন্তেকাল করেন। কবর শরীফ মদীনার জান্নাতুল বাকীতে।
(৩) হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)
নবুওতের দশম বর্ষে নয় বছর বয়সে পরিণয় সূত্রে আবদ্ধ হন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের সহধর্মিনীগণের মধ্যে একমাত্র তিনিই কুমারী ছিলেন। হিজরী ৫৮ সনের ১৭ই রমযান তারিখে ৬৩ বছর বয়সে মদীনায় ইন্তেকাল করেন। কবর শরীফ জান্নাতুল বাকীতে ।
(৪) হযরত হাফছা (রাঃ)
হিজরী ৩ সনে শা'বান মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ সময় তাঁর বয়স ছিল ২২ বছর। ৫৯ বছর বয়সে হিজরী ১৪ সনে মদীনায় ইন্তেকাল করেন । জান্নাতুল বাকীতে তাঁকে দাফন করা হয়েছে।
(৫) হযরত যয়নব বিনতে খোযাইমা (রাঃ)
৩য় হিজরী সনে বিবাহ হয়। মাত্র তিন মাস বিবাহিত জীবন অতিক্রম করার পর মদীনায় ইন্তেকাল করেন। কবর শরীফ জান্নাতুল বাকীতে।
(৬) হযরত উম্মে সালমা (রাঃ)
হিজরী ৪র্থ সনে বিয়ে হয়। ৪০ হিজরী সনে মদীনায় ইন্তেকাল করেন। এ সময় তাঁর বয়স ছিল ৫৬ বছর।
(৭) হযরত যয়নব বিনতে জাহাশ (রাঃ)
৫ম হিজরী সনে বিয়ে হয়। ৬০ হিজরী সনে রমযান মাসে মদীনায় ইন্তেকাল করেন। এ সময় তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। কবর শরীফ জান্নাতুল বাকীতে।
(৮) হযরত উম্মে হাবীবা (রাঃ) বিনতে আবু ছুফিয়ান
৩৬ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০ হিজরী সনে মদীনা শরীফে ইন্তেকাল করেন। কবর শরীফ জান্নাতুল বাকীতে ।
(৯) হযরত জোয়াইরিয়া (রাঃ)
হিজরী ৫ম সনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হিজরী ৫৬ সনে মদীনায় ইন্তেকাল করেন। জান্নাতুল বাকীতে কবর শরীফ।
(১০) হযরত সাফিয়্যা (রাঃ)
৭ম হিজরীতে বিবাহ হয়। ৫০ হিজরীর রমযান মাসে মদীনায় ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকীতে সমাহিত হন।
(১১) হযরত মাইমূনা (রাঃ)
৭ম হিজরীতে বিবাহ হয়। ৫৯ হিজরী সনে মক্কার উপকণ্ঠে সারাফ নামক স্থানে ইন্তেকাল করেন। উল্লেখ্য যে, এই স্থানেই তাঁর বিবাহ অনুষ্ঠিত হয়েছিল এবং এখানেই তাঁকে দাফন করা হয় ।
(১২) হযরত মারিয়া ক্বিবতিয়্যা (রাঃ)
হিজরী ৬ সনে হোদাইবিয়ার সন্ধিচুক্তি সম্পাদনের পর হযরত নবী করীম (সাঃ) বিভিন্ন রাজন্যবর্গের নিকট ইসলামের দাওয়াতসম্বলিত পত্র প্রেরণ করেন। এমনি একটি পত্র মিসরের ইস্কান্দারিয়ার শাসকের নিকট প্রেরণ করলে তিনি পত্রবাহককে বিশেষ সম্মানের সাথে গ্রহণ করেন এবং প্রচুর উপঢৌকনসহ মারিয়া ও সিরীন নামীয়া দু'জন দাসী হযরত নবী করীমের (সাঃ) নিকট উপহারস্বরূপ প্রেরণ করেন। মারিয়াকে (রাঃ) নবী করীম (সাঃ) নিজের অন্তঃপুরে স্থান দেন এবং সিরীনকে কবি হযরত হাস্স্নান ইবনে সাবেতকে দান করেন। মারিয়ার গর্ভেই হযরত নবী করীমের সন্তান ইবরাহীম (রাঃ) জন্মগ্রহণ করেন। হিজরী ১৬ সনে হযরত ওমরের (রাঃ) শাসনামলে মদীনায় তাঁর ইন্তেকাল হয়। জান্নাতুল বাকীতে তিনি সমাহিত হন।
Tag: রাসুল সাঃ এর স্ত্রীদের নাম, হযরত মোহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম, নবীজীর স্ত্রীগণের নাম/তালিকা অর্থ সহ, রাসুলের স্ত্রীদের নাম, নবীজির স্ত্রী কেন ১১ জন, মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম, হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রীদের নাম ও বয়স, wives name of hazrat muhammad