আকিকার জন্য ছাগলের বয়স -আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে | আকিকার পশুর বয়স কত হতে হবে

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর রহমতে ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা! সন্তানের জন্য আকিকা দেওয়া সুন্নত মুয়াক্কাদাআকিকা দেওয়ার জন্য আকিকার পশুর বয়স কত হতে হবে? অথবা আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে সুতরাং আজকে আমরা আলোচনা করব, আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে| আকিকার পশুর বয়স কত হতে হবে
আকিকার জন্য ছাগলের বয়স -আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে | আকিকার পশুর বয়স কত হতে হবে

আকিকার জন্য ছাগলের বয়স -আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে | আকিকার পশুর বয়স কত হতে হবে

ছেলেদের জন্য কয়টি ছাগল দিয়ে আকিকা দিতে হয়

ছেলেদের জন্য দুইটি ছাগল বা বেড়া দিয়ে আকিকা দিতে হয়। এটাই রাসুলের সুন্নত। ছেলের আকীকা হিসেবে দুটি এবং মেয়ের জন্য একটি ছাগল জবাই করা সুন্নত। তবে কষ্টসাধ্য হলে একটি ছাগল দিয়েও ছেলের আকীকা দেয়া যাবে। কারণ, উভয় ধরনের হাদীস বর্ণিত হয়েছে।

মেয়েদের জন্য কয়টি ছাগল দিয়ে আকিকা দিতে হয়

মেয়েদের জন্য একটি ছাগল বা ভেড়া দিয়ে আকিকা দিতে হয়। এটাই রাসুল সাঃ এর সুন্নত।

কোন পশু দিয়ে আকিকা দেওয়া সুন্নাত বা উত্তম

আকিকা দেওয়ার ক্ষেত্রে ছাগল ভেড়া গরু দিয়ে আকিকা দেওয়া যায় তবে ছাগল দিয়ে আকিকা দেওয়া সবচাইতে উত্তম

আকিকার জন্য ছাগলের বয়স -আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে

আকিকার জন্য ছাগলের বয়স কুরবানীর হুকুমের মতই। আকিকার জন্য ছাগলের বয়স বা আকিকার জন্য ছাগলের বয়স হতে হবে ১ বছর। ছাগলের বয়স হতে হবে এক বছর বা তারচেয়ে বেশি। তবে ছাগল যদি নাদুস নুদুস হয় অর্থাৎ মোটা, তাজা, স্বাস্থ্যবান হয় এমন ছাগলের বয়স যদি ৬ মাস হয়। কিন্তু দেখতে ১ বছরের ছাগলের মত মনে হয়। তাহলে ঐ ছাগল দিয়ে আকিকা দেওয়া যাবে বা আদায় হয়ে যাবে।

হাদিসের আলোকে আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে | আকিকার পশুর বয়স কত হতে হবে

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ছাগল হোক বা ছাগী হোক, ছেলের পক্ষ থেকে দু’টি ও মেয়ের পক্ষ থেকে একটি আকিকা দিতে হয়’। পুত্র সন্তানের জন্য দু’টি দেওয়াই উত্তম। তবে একটা দিলেও চলবে। ছাগল দু'টিই কুরবানীর পশুর ন্যায় ‘মুসিন্নাহ’ অর্থাৎ দুধে দাঁত ভেঙ্গে নতুন দাঁতওয়ালা হ’তে হবে এবং কাছাকাছি সমান স্বাস্থ্যের অধিকারী হ’তে হবে। এমন নয় যে, একটি মুসিন্নাহ হবে, অন্যটি মুসিন্নাহ নয়। একটি খাসী ও অন্যটি বকরী হওয়ায় কোন দোষ নেই।

Tag:আকিকার জন্য ছাগলের বয়স -আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে | আকিকার পশুর বয়স কত হতে হবে, আকিকার ছাগলের বয়স কত হতে হবে, আকিকার পশুর বয়স কত,  আকিকার পশুর বয়স, What is the age of animal for Aqeeqah
Next Post Previous Post