সূরা আত তীন বাংলা উচ্চারণ, সূরা তীন বাংলা উচ্চারণ - সূরা ত্বীন বাংলা অনুবাদ | sura tin bangla uccharon

আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা। তোমাদের জন্য নিয়ে এলাম, সূরা আত তীন বাংলা উচ্চারণ, সূরা তীন বাংলা উচ্চারণ - সূরা ত্বীন বাংলা অনুবাদ | sura tin bangla uccharon 
সূরা আত তীন বাংলা উচ্চারণ, সূরা তীন বাংলা উচ্চারণ - সূরা ত্বীন বাংলা অনুবাদ | sura tin bangla uccharon

সূরা তীন -সূরা ত্বীন

সুরা তীন এর আরবি,বাংলা উচ্চারণ এবং অর্থ 

وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
وَطُورِ سِينِينَ
وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ
ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ

উচ্চারণঃ ওয়াততীন ওয়াঝঝাইতূন।ওয়া তূরি ছীনীন। ওয়া হা-যাল বালাদিল আমীন। লাকাদ খালাকনাল ইনছা-না ফীআহছানি তাকবীম। ছু ম্মা রাদাদ না-হু আছফালা ছা-ফিলীন। ইল্লাল্লাযীনা আ-মানূওয়া‘আমিলুসসা-লিহা-তি ফালাহুম আজরুন গাইরু মামনূন। ফামা-ইউকাযযি বুকা বা‘দুবিদ্দীন। আলাইছাল্লা-হু বিআহকামিল হা-কিমীন।

অর্থঃ শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, এবং এই নিরাপদ নগরীর। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার। অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?

সুরা নং – ০৯৫ : আত-তিন (ডুমুর)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

وَالتِّينِ وَالزَّيْتُونِ95.1

আরবি উচ্চারণ
৯৫.১। অত্তীনি অয্যাইতূনি।
বাংলা অনুবাদ
৯৫.১ কসম ‘তীন ও যায়তূন’ এর।

وَطُورِ سِينِينَ95.2

আরবি উচ্চারণ
৯৫.২। অতুরি সীনীনা।
বাংলা অনুবাদ
৯৫.২ কসম ‘সিনাই’ পর্বতের,

وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ95.3

আরবি উচ্চারণ
৯৫.৩। অহা-যাল্ বালাদিল্ আমীন।
বাংলা অনুবাদ
৯৫.৩ কসম এই নিরাপদ নগরীর।

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ95.4

আরবি উচ্চারণ
৯৫.৪। লাক্বদ্ খলাকনাল্ ইন্সা-না ফী আহ্সানি তাক্বওয়ীম্।
বাংলা অনুবাদ
৯৫.৪ অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।

ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ95.5

আরবি উচ্চারণ
৯৫.৫। ছুম্মা রদাদ্না-হু আস্ফালা সা-ফিলীন।
বাংলা অনুবাদ
৯৫.৫ তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ95.6

আরবি উচ্চারণ
৯৫.৬। ইল্লাল্লাযীনা আ-মানূ অ‘আমিলুছ্ ছোয়া-লিহা-তি ফালাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।
বাংলা অনুবাদ
৯৫.৬ তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ95.7

আরবি উচ্চারণ
৯৫.৭। ফামা- ইয়ুকায্যিবুকা বা’দু বিদ্দীন্।
বাংলা অনুবাদ
৯৫.৭ সুতরাং এরপরও কিসে তোমাকে কর্মফল সম্পকের্ অবিশ্বাসী করে তোলে?

أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ 95.8

আরবি উচ্চারণ
৯৫.৮। আলাইসাল্লা-হু বিআহ্কামিল্ হা-কিমীন্।
বাংলা অনুবাদ
৯৫.৮ আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন?

Tag: সূরা আত তীন বাংলা উচ্চারণ, সূরা তীন বাংলা উচ্চারণ, সূরা ত্বীন বাংলা অনুবাদ, সূরা তীন, সূরা ত্বীন, সূরা আত ত্বীন বাংলা, সূরা তীন বাংলা উচ্চারণ, সূরা তীন বাংলা উচ্চারণ সহ, সূরা আত তীন বাংলা উচ্চারণ, সূরা ত্বীন সূরা আত তীন বাংলা উচ্চারণ, sura tin bangla uccharon, surah tin bangla uccharon 
Next Post Previous Post