স্বপ্নে সাপ দেখলে কি হয় | স্বপ্নে সাপ দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা / স্বপ্নে সাপ দেখলে কি হয় কোরআন ও হাদিসে কি বলে
আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা বিন্দু! আমরা সকলেই ঘুমাই। কিন্তু আমরা ঘুমের মধ্যে অনেক রকমের স্বপ্ন দেখি। এই ঘুমের মধ্যে স্বপ্ন গুলোর অন্যতম একটি স্বপ্ন হলো স্বপ্নে সাপ দেখা। অনেকেই ঘুমের মধ্যে প্রায় সময়ই স্বপ্নে সাপ দেখেন। যার কারনে আপনারা চিন্তিত হয়ে পড়েন। আর তাই আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে সাপ দেখলে কি হয়, স্বপ্নে সাপ দেখা, স্বপ্নে সাপ দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা
স্বপ্নে সাপ দেখলে কি হয়|স্বপ্নে সাপ দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা -sopne sap dekhle ki hoy islamic
স্বপ্নে এক ব্যক্তি সাপ দেখল। এমতাবস্থায় তার আকৃতি যত বড় ও ভয়ংকর হবে, দর্শনকারীর দুশমনও সে পরিমাণে কট্টর ও পাকা হবে। সাপের সাথে লড়াই করছে মর্মে কেউ স্বপ্ন দেখলে ব্যাখ্যা হবে- সে কোন শত্রুর সাথে লড়াইয়ে লিপ্ত রয়েছে। যদি দেখে যুদ্ধে সাপের উপর সে জয়ী হয়েছে, এর অর্থ বাস্তবে শত্রুর উপর সে জয়ী হবে। পক্ষান্তরে যদি দেখে সাপ তাকে পরাভূত করেছে, তাহলে ব্যাখ্যা হবে শত্রু তার উপর জয়ী হবে। কেউ যদি দেখে সাপ তাকে দংশন করেছে, তাহলে দংশনের তীব্রতা অনুপাতে শত্রুর পক্ষ থেকে সে আঘাত ও যাতনাপ্রাপ্ত হবে।
কেউ যদি দেখে সাপ হত্যা করেছে, তাহলে ব্যাখ্যা হবে শত্রুর উপর সে বিজয়ী হবে। সাপটিকে দুই টুকরা করে ফেলেছে মর্মে দেখতে পাওয়ার অর্থ একইভাবে আপন শত্রুকে সে দ্বিখণ্ডিত করে ফেলবে। স্বপ্নে কেউ সাপের ভয়ে ভীত-বিহ্বল, অথচ সাপটি সে চোখে দেখছে না। এর ব্যাখ্যা হবে- শত্রুর অনিষ্ট থেকে সে নিরাপদে থাকবে। আর এমতাবস্থায় সাপটিকে সে যদি দেখতে পায়, তাহলে দুশমনের ভয়ে সে ভীত হবে বটে, কিন্তু এর দ্বারা তার কোন অনিষ্ট হবে না।
স্বপ্নে কেউ যদি অদৃশ্য জিনিসের ভয়ে ভীত হয়ে পড়ে, তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। কিন্তু সেটি যদি নযরে ও দৃষ্টিপথে এসে যায়, তাহলে বাস্তবে তারই প্রতিফলন ঘটবে। কেউ যদি দেখে সাপ তার ঘরে ঢুকেছে এবং এ দৃশ্য ঘরের মধ্যে সে দেখতেও পেয়েছে, তাহলে এটা কোন নারী বা কোন আত্মীয় তার শত্রু হওয়ার নিদর্শন। যদি দেখে নিজের ঘর থেকে সাপ বের হয়ে গেছে, তাহলে এটা কোন দূরবর্তী আত্মীয় তার শত্রু হওয়ার অর্থবোধক। কেউ যদি দেখতে পায় তার মলদ্বার, কান অথবা পেট থেকে সাপ নির্গত হয়েছে, তাহলে অর্থ হবে আপন সন্তানদের মধ্য থেকে কেউ তার শত্রু হবে অথবা বর্তমানে আছে। কেউ যদি দেখে সে সর্পের মালিক হয়েছে এবং এর থেকে সে নির্ভয়, তাহলে এটা।তার শত্রু নয়; বরং রাজত্ব ও নেআমতপ্রাপ্তির আলামত।
সাপের অবয়ব-আকৃতি যত বড় হবে, সে অনুপাতে তার প্রভুত্ব ও কর্তৃত্ব বিস্তৃত হবে ও নেআমত বৃদ্ধি স্বপ্নের ব্যাখ্যা পাবে। স্বপ্ন দেখা সাপটি যদি কালবর্ণের হয়, তাহলে এটা সেনাপতি হিসাবে তার সৈন্য পরিচালনার নিদর্শন। আর শ্বেত-শুভ্র হলে তার অদৃষ্ট ও সৌভাগ্যের নিদর্শন। যদি দেখে মসৃণ—তৈলাক্ত ও নরম তুলতুলে একটি সাপের সে মালিক হয়েছে এবং তাতে মন্দের কোন আশংকা নেই, তাহলে এটা তার শাহী ধন-ভান্ডারের মধ্য হতে কোন ধন-ভাণ্ডার লাভ করার পূর্ব-লক্ষণ।
স্বপ্নে সাপ দেখা নিয়ে ২টি ঘটনা
- এক ব্যক্তি ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ)-এর খেদমতে উপস্থিত হয়ে আরয করল হুযূর! স্বপ্নে দেখি সাপ-বিচ্ছু ভরা একটি বস্তা আমি যেন পিঠে বহন করে নিয়ে যাচ্ছি। এর ব্যাখ্যায় তিনি বললেন, তুমি দুষ্ট লোকদের শত্রু বানিয়ে নিয়েছ এবং নিজের আচার-আচরণ দ্বারা তাদের শত্রুতা মাথায় তুলে নিয়েছ। ফলে এক সময় তারা তোমার উপর জয়ী হবে। লোকটি বলল, হুযূর! আপনার উপর আমার জীবন উৎসর্গ হোক ! ঘটনা সম্পূর্ণ সত্য, বাস্তবে তাই হয়েছে। আরবের জনগণের সদকা-যাকাতের মাল উসুল করার জন্য বাদশাহ্র পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। যে কারণে এরা আমার সাথে শত্রুতায় মেতে উঠেছে।
- অপর এক ব্যক্তি তাঁর নিকট উপস্থিত হয়ে আরয করল, হুযূর! স্বপ্নে দেখতে পেলাম আমার ঘরে সাপ। হাতে-কোমরে ছোবল দিয়ে আমাকে বিষে আক্রান্ত করে ফেলেছে। যন্ত্রণায় আমার প্রাণ ওষ্ঠাগত। ইমাম সাহেব জিজ্ঞেস করলেনঃ বাড়ীতে তোমার ভাই-বোন আছে কি ? লোকটি বলল, জী হাঁ। তিনি বললেন, তোমার পরিবারে এমন আত্মীয় রয়েছে তোমার প্রতি হিংসা ও অমঙ্গল কামনায় যার অন্তর পরিপূর্ণ। অচিরেই তার দ্বারা তুমি বিরাট ক্ষতির সম্মুখীন হবে। লোকটি বলল, হুযূর ঠিকই বলেছেন। আমার এক বৈমাত্রেয় ভাই আছে। পিতার ত্যাজ্য বিষয়-সম্পত্তি ও অর্থ-সম্পদ কুক্ষিগত করে তিন দিন পূর্বে সে নিরুদ্দেশ হয়ে গেছে।
Tag: স্বপ্নে সাপ দেখলে কি হয়,স্বপ্নে সাপ দেখলে কি হয় ইসলাম কি বলে, স্বপ্নে সাপ দেখলে কি হয়, স্বপ্নে সাপ দেখলে কি হয় কোরআন ও হাদিসে কি বলে, স্বপ্নে সাপ দেখলে কি হয় ইসলাম, স্বপ্নে সাপ দেখলে কি হয় তার ব্যাখ্যা, স্বপ্নে সাপ দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা, গর্ভাবস্থায় স্বপ্নে সাপ দেখলে কি হয়, স্বপ্নে সাপ মারতে দেখলে কি হয়, স্বপ্নে বড় সাপ দেখলে কি হয়, স্বপ্নে অজগর সাপ দেখলে কি হয়, sopne sap dekle ki hoy, sopne sap dekhle ki hoy islamic, shopne sap dekhle ki hoy islamic