কোন পশু কুরবানী করা মাকরুহ | যেসব পশু দ্বারা কুরবানী মাকরুহ হবে
কোন পশু কুরবানী করা মাকরুহ | যেসব পশু দ্বারা কুরবানী মাকরুহ হবে
যে সকল পশুর কুরবানী মাকরুহ
عن علي بن أبي طالب قال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نستشرف العين والأذن وأن لا تضحي بمقابلة ولا مدابرة ولا شرقاء ولا خرقاء عن علي عن النبي صلى الله عليه وسلم مثله وزاد قال المقابلة ما قطع طرف أذنها والمدابرة ما قطع من جانب الأذن والشرقاء المشقوقة والخرقاء المثقوبة
হযরত আলী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন চোখ কান ভাল করে দেখে নেই। আর আমরা যেন মুকাবালা, মুদাবারা, শারকা ও খারকা জন্তু যবাহ না দেয়।
হযরত আলী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। এতে আরো আছে যে, তিনি বল ‘মুকাবালা’ হল যে পশুর সামনের দিকে কানের একপাশ কাটা, ‘মুদাবারা’ হল পশুর পিছনের দিকে কানের একপাশ কাটা, ‘শারকা' হল যে পশুর লম্বালম্বিভাবে কান ছেঁড়া, ‘খারকা’ হল যে পশুর কানে ছিদ্র আছে। (তিরমিযি ৪/১২৯ হা. ১৫০৪ কুরবানী অধ্যায়, অনুচ্ছেদ: কোন পশুর কুরবানী মাকরুহ।)
● কান কাটা বা শিং ভাংগা
এ ত্রুটিযুক্ত পশুর কুরবানী মাকরূহ। তবে আদায় হয়ে যাবে কারণ, এতে মাংসের কোন ক্ষতি বা কম হয় না এবং সাধারণ এমন ত্রুটি পশুর মধ্যে বেশী পরিলক্ষিত হয়ে থাকে। কিন্তু যে পশুর জন্ম থেকেই শিং বা কান নেই তার দ্বারা কুরবানী মাকরূহ নয়। যেহেতু ভাঙ্গা বা কাটাতে পশুর রক্তাক্ত ও ক্লিষ্ট হয়; যা এক প্রকার রোগের মতো। কিন্তু জন্ম থেকে না থাকাটা এ ধরনের কোন রোগ নয়। অবশ্য পূর্ণাঙ্গ পশুই উত্তম।
● লেজ কাটা
যে পশুর পূর্ণ অথবা কিছু অংশ লেজ কাটা গেছে তার কুরবানী মাকরূহ। ভেড়ার পুচ্ছে মাংসপিণ্ড কাটা থাকলে তার কুরবানী সিদ্ধ নয়। যেহেতু তা এক স্পষ্ট দাগ এবং সামান্য অংশ। অবশ্য এমন জাতের ভেড়া যার পশ্চাতে মাংসপিণ্ড হয় না তার দ্বারা কুরবানী শুদ্ধ।
- কান চিরা, দৈর্ঘ্যে চিরা, পশ্চাৎ থেকে চিরা, সম্মুখ থেকে প্রস্থে চিরা, কান ফাটা ইতাদি।
- লিঙ্গ কাটা। অবশ্য অণ্ডকোষ কাটা মাকরূহ নয়। যেহেতু খাসীর দেহ হৃষ্টপুষ্ট ও মাংস উৎকৃষ্ট হয়।
- দাঁত ভাঙ্গা ও চামড়ার কোন অংশ অগভীর কাটা বা চিরা ইত্যাদি।
Tag: কোন পশু কুরবানী করা মাকরুহ, যেসব পশু দ্বারা কুরবানী মাকরুহ হবে