মৃত ব্যক্তির জন্য কুরবানি দেয়া জায়েজ কিনা -মৃত ব্যক্তির নামে কুরবানী | মৃতের নামে কুরবানী

মৃত ব্যক্তির জন্য কুরবানি দেয়া জায়েজ কিনা -মৃত ব্যক্তির নামে কুরবানী | মৃতের নামে কুরবানী 

মৃত ব্যক্তির জন্য কুরবানি দেয়া জায়েজ কিনা -মৃত ব্যক্তির নামে কুরবানী | মৃতের নামে কুরবানী
 মৃত ব্যক্তির নামে কুরবানী | মৃতের নামে কুরবানী

মৃত ব্যক্তির নামে পক্ষে কুরবানি

মূলত কুরবানির প্রচলন জীবিত ব্যক্তিদের জন্য। যেমন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ নিজেদের পক্ষে কুরবানি করেছেন। অনেকের ধারণা কুরবানি শুধু মৃত ব্যক্তিদের জন্য করা হবে। এ ধারণা মোটেই ঠিক নয়। তবে মৃত ব্যক্তিদের জন্য কুরবানি করা জায়েয ও একটি সাওয়াবের কাজ।


মৃত ব্যক্তির জন্য কুরবানি দেয়া জায়েজ কিনা

কুরবানি একটি সদকা। আর মৃত ব্যক্তির নামে যেমন সদকা করা যায় তেমনি তার নামে কুরবানিও দেওয়া যায়। যেমন, মৃত ব্যক্তির জন্য সদকার বিষয়ে হাদীসে এসেছে: 

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, 

«رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله: إن أمي افتلتت نفسها ولم توصى، وأظنها لو تكلمت تصدقت، أفلها أجر

“এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, হে রাসূল! আমার মা হঠাৎ মারা গেছেন। কোনো অসিয়ত করে যেতে পারেন নি। আমার মনে হয় তিনি কোনো কথা বলতে পারলে অসিয়ত করে যেতেন। আমি যদি এখন তার পক্ষ থেকে সদকা করি তাতে কি তার সাওয়াব হবে? তিনি উত্তর দিলেন: হ্যাঁ”। (আল-হাদিস)


মৃত ব্যক্তির নামে কুরবানী দেওয়া যাবে কি

মৃত ব্যক্তির জন্য এ ধরনের সদকা ও কল্যাণমূলক কাজের যেমন যথেষ্ট প্রয়োজন ও তেমনি তা তার জন্য উপকারী। এমনিভাবে একাধিক মৃত ব্যক্তির জন্য সাওয়াব প্রেরণের উদ্দেশ্যে একটি কুরবানি করা জায়েয আছে। অবশ্য যদি কোনো কারণে মৃত ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তার জন্য পূর্ণ একটি কুরবানি করতে হবে।


অনেক সময় দেখা যায়, ব্যক্তি নিজেকে বাদ দিয়ে মৃত ব্যক্তির জন্য কুরবানি করেন। এটা মোটেই ঠিক নয়।।ভালো কাজ নিজেকে দিয়ে শুরু করতে হয় তারপর অন্যান্য জীবিত ও মৃত ব্যক্তির জন্য করা যেতে পারে। যেমন হাদীসে এসেছে: আয়েশা ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত,

«أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يضحي، اشترى كبشين عظيمين سمينين أقرنين أملحين موجوئين، [مخصيين فذبح أحدهما عن أمته، لمن شهد الله بالتوحيد، وشهد له بالبلاغ، وذبح آخر عن محمد، وعن آل محمد- صلى الله عليه وسلم-».

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিতে ইচ্ছা করলেন তখন দুটো দুম্বা ক্রয় করলেন। যা ছিল বড়, হৃষ্টপুষ্ট, শিং ওয়ালা, সাদা-কালো বর্ণের এবং খাসি। একটি তিনি তার ঐ সকল উম্মতের জন্য কুরবানি করলেন; যারা আল্লাহর একত্ববাদ ও তার রাসূলের রিসালাতের সাক্ষ্য দিয়েছে, অন্যটি তার নিজের ও পরিবারবর্গের জন্য কুরবানি করেছেন”। মৃত ব্যক্তি যদি তার সম্পদ থেকে কুরবানি করার অসিয়ত করে যান তবে তার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে।


Tag: মৃত ব্যক্তির নামে কুরবানি, মৃত ব্যক্তির নামে কুরবানি দেয়া জায়েজ কিনা, মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কিনা,মৃত ব্যক্তির নামে কুরবানী দেওয়া যাবে, মৃত ব্যক্তির নামে কুরবানী পক্ষে, মৃত ব্যক্তির নামে কুরবানী পক্ষ থেকে, মৃত ব্যক্তির নামে কুরবানী দেওয়া যাবে কিনা, মৃত ব্যক্তির নামে কুরবানী দেওয়া যাবে কি, Can we do Qurbani in name of dead person?

Next Post Previous Post