কোরবানির গরুর বয়স | কুরবাবীর গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা বয়স কত হতে হবে? কোরবানির পশুর বয়স কত হতে হবে? / কুরবানীর পশুর বয়সসীমা, কোরবানির পশুর বয়স
আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর রহমতে ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা! আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার অন্যতম পন্থা হলো কোরবানি। সুতরাং কোরবানি দিতে হবে পশু (গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা উট) দিয়ে। তাই আজকে আমরা জানবো, কোরবানির গরুর বয়স | কুরবাবীর গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা বয়স কত হতে হবে? কোরবানির পশুর বয়স কত হতে হবে? / কুরবানীর পশুর বয়সসীমা, কোরবানির পশুর বয়স ও গুণাগুণ।
কুরবানীর পশুর সম্পর্কে কুরআনে আল্লাহ তায়ালা যা বলেছেন
আল্লাহ তায়ালা বেলন,
ثَمٰنِیَۃَ اَزۡوَاجٍ ۚ مِنَ الضَّاۡنِ اثۡنَیۡنِ وَمِنَ الۡمَعۡزِ اثۡنَیۡنِ ؕ قُلۡ ءٰٓالذَّکَرَیۡنِ حَرَّمَ اَمِ الۡاُنۡثَیَیۡنِ اَمَّا اشۡتَمَلَتۡ عَلَیۡہِ اَرۡحَامُ الۡاُنۡثَیَیۡنِ ؕ نَبِّـُٔوۡنِیۡ بِعِلۡمٍ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ۙ
অনুবাদ: নর ও মাদী আটটি : মেষের দু’টি ও ছাগলের দু’টি; বল, ‘নর দু’টিই কি তিনি নিষিদ্ধ করেছেন কিংবা মাদী দু’টিই বা মাদী দু’টির গর্ভে যা আছে তা ? তোমরা সত্যবাদী হলে প্রমাণসহ আমাকে অবহিত কর;’ —আল আনআম - ১৪৩
وَمِنَ الۡاِبِلِ اثۡنَیۡنِ وَمِنَ الۡبَقَرِ اثۡنَیۡنِ ؕ قُلۡ ءٰٓالذَّکَرَیۡنِ حَرَّمَ اَمِ الۡاُنۡثَیَیۡنِ اَمَّا اشۡتَمَلَتۡ عَلَیۡہِ اَرۡحَامُ الۡاُنۡثَیَیۡنِ ؕ اَمۡ کُنۡتُمۡ شُہَدَآءَ اِذۡ وَصّٰکُمُ اللّٰہُ بِہٰذَا ۚ فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا لِّیُضِلَّ النَّاسَ بِغَیۡرِ عِلۡمٍ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ
অনুবাদ: আর উটের দু’টি ও গরুর দু’টি। বল, ‘নর দু’টিই কি তিনি নিষিদ্ধ করেছেন কিংবা মাদী দু’টিই বা মাদী দু’টির গর্ভে যা আছে তা ? আর আল্লাহ্ যখন তোমাদেরকে এইসব নির্দেশ দান করেন তখন কি তোমরা উপস্থিত ছিলে ?’ সুতরাং যে ব্যক্তি অজ্ঞানতাবশত মানুষকে বিভ্রান্ত করার জন্যে আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার চেয়ে অধিক জালিম আর কে ? আল্লাহ্ তো জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। —আল আনআম - ১৪৪
আরো দেখুন:
কোন কোন জন্তু দ্বারা কুরবানী জায়েয ও সেগুলোর বয়স সীমা সম্পর্কে আলোচনা
প্রশ্নঃ কোন কোন পশু দ্বারা কুরবানী করা জায়েয?
উত্তরঃ কুরবানীর জন্য তিন প্রকার জন্তু নির্দিষ্ট আছে। ঐ তিন প্রকার ব্যতীত অন্য পশু দ্বারা কুরবানী জায়েয হইবেনা । যথাঃ-
(ক) উট, উটনীও উহার মধ্যে শামিল ।
(খ) গরু, এর মধ্যে মহিষ নর-মাদী সব শামেল ।
(গ) ছাগল, এর মধ্যে দুম্বা ভেড়া নর-মাদী খাশী সবই অন্তরভুক্ত। (হিন্দিয়া ৪/১০৩পৃঃ)
কোন শ্রেণীর পশুর বয়স কত হইলে কুরবানী জায়েয হইবে? | কোরবানির গরুর বয়স | কুরবাবীর গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা বয়স কত হতে হবে?
গরু, মহিষ, বলদ-গাভীর বয়স
গরু, মহিষ, বলদ-গাভীর জন্য দুই বৎসর পূর্ণ হওয়া জরুরী।
উট ও উটনীর বা উষ্ট্রীর বয়স
উট ও উটনীর পাঁচ বৎসর পূর্ণ হওয়া শর্ত। একদিন কম হইলে কুরবানী জায়েয হইবেনা। (রদ্দুল মুখতার ৫/২০৫পৃঃ)
ছাগল, ভেড়া, দুম্বা, নর-মাদীর বয়স
অপরদিকে ছাগল, ভেড়া, দুম্বা, নর-মাদীর জন্য এক বৎসর পূর্ণ হওয়া শর্ত। তবে যদি ছয়মাস বয়সের ভেড়া ও দুম্বা মোটা তাজায় এক বৎসর বয়সের ভেড়া ও দুম্বার সমতুল্য মনে হয় তাহা হইলে উহা দ্বারা কুরবানী জায়েয আছে। কিন্তু ছাগল যতই মোটা তাজা হোক এক বৎসরের একদিন কম হইলেও কুরবানী হইবে না। (জাইয়ালী ৬/৭ পৃঃ রদ্দুল মোখতার ৫/২০১ পৃঃ)
আরো দেখুন:
কুরবানীর পশু নিয়ে কিছু মাসআলা মাসায়েল
প্রশ্ন: যে সমস্ত পশু কুরবানী করা জায়েয উহার প্রতি শ্রেণীর মধ্যে নর ও মাদী আছে এমতাবস্থায় কোন জাতীয় পশু কুরবানী করা উত্তম?
উত্তরঃ গরু, মহিষ ও উটের ক্ষেত্রে মাদী কুরবানী করা উত্তম। যদি উভয়ের গোস্ত ও দাম সমান হয় আর ছাগল, ভেড়ার ক্ষেত্রে খাশী করা নর কুরবানী করা উত্তম। (কাজীখান)
প্রশ্নঃ কুরবানীর ক্ষেত্রে একটি পশুতে কয়জন অংশীদার হইয়া কুরবানী করিতে পারিবে?
উত্তরঃ ছাগল, ভেড়া ও দুম্বাতে এক ব্যক্তির অধিক শরীক হইয়া কুরবানী করা জায়েয নাই। অপর দিকে গরু, মহিষ ও উটের ক্ষেত্রে একের অধিক সর্বোচ্চ সাত জন শরীক হইয়া কুরবানী করিতে পারিবে। কোনরূপ অনুমান করিয়া লইলে হইবেনা। তাহার পরেও কম বেশীর জন্য একে অপর হইতে ক্ষমা চাহিয়া দাবী ছাড়াইয়া নেওয়া প্রয়োজন ।
প্রশ্নঃ গরু, মহিষ বা উটের অংশীদার উত্তম, না ভেড়া, ছাগল বা দুম্বা একটি জন্তু কুরবানী করা উত্তম?
উত্তরঃ গরু, মহিষ বা উটের অংশীদারির চেয়ে ছাগল ভেড়া বা দুম্বা একটি জন্তু কুরবানী করা উত্তম। যদি গরু, মহিষ বা উটের সাত ভাগের এক ভাগে একটি ছাগল, ভেড়া বা দুম্বার সমান হয়।
আরো দেখুন:
Tag: কোরবানির পশুর বয়স, কোরবানির পশু বয়স কেমন হতে হবে, কোরবানির পশু বয়স কেমন হবে, কোরবানির পশু বয়স নির্বাচন, কোরবানির গরুর বয়স, কোরবানির জন্য গরুর বয়স, কোরবানির গরুর বয়স, কুরবাবীর গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা বয়স কত হতে হবে? কোরবানির পশুর বয়স কত হতে হবে?, কুরবানীর পশুর বয়সসীমা, কোরবানির পশুর বয়স ও গুণাগুণ।, Age of animal for qurbani