মাকামে ইব্রাহিম পাথর | মাকামে ইব্রাহিম পিক | মাকামে ইব্রাহিম ছবি | maqam ibrahim photos | maqam ibrahim pictures
মাকামে ইব্রাহিম পাথর | মাকামে ইব্রাহিম পিক |মাকামে ইব্রাহিম ছবি | maqam ibrahim photos | maqam ibrahim pictures
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ! কেমন আছেন? আশাকরি, আল্লাহর রহমতে ভাল আছেন। আপনারা অনেকেই গুগল বা ইন্টারনেটে সার্চ করেন, মাকামে ইব্রাহিমের ছবি, মাকামে ইব্রাহিম ফটো/ পিকচার। মাকামে ইব্রাহিম হলো মহান আল্লাহতায়ালার একটি নিদর্শন।
মাকামে ইব্রাহীম কি
মাকামে ইব্রাহীম ও মকামে ইব্রাহীম কাবা গৃহের একটি বড় নিদর্শন। এ কারণে কোরআনে একে স্বতন্ত্রভাবে বর্ণনা করা হয়েছে । মকামে ইব্রাহীম একটি পাথরের নাম। এর উপর দাড়িয়েই হযরত ইব্রাহীম (আ.) কাবা গৃহ নির্মাণ করতেন। বর্ণিত আছে যে, নির্মাণের উচ্চতার সাথে সাথে পাথরটিরও আপনা আপনি উঁচু হয়ে যেতাে এবং নিচে অবতরণের সময় নীচু হয়ে যেতাে। এ পাথরের গায়ে হযরত ইব্রাহীম (আ.)-এর গভীর পদচিহ্ন বিদ্যমান।।একটি জড় পদার্থের পক্ষে প্রয়ােজনানুসারে উচু ও নীচু।হওয়া এবং মােমের মত নরম হয়ে নিজের মধ্যে পদচিহ্ন গ্রহণ করা- এসবই আল্লাহর অপার কুদরতের নিদর্শন এবং এতে কাবা গৃহের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এ পাথরটি কাবা গৃহের নিচে দরজার নিকটে অবস্থিত ছিল। যখন কোরআনে মকামে ইব্রাহীমে নামায পড়ার আদেশ অবতীর্ণ হয় তখন তওয়াফকারীদের সুবিধার্থে পাথরটি সেখান। থেকে অপসারিত করে যমযম কূপের নিকট স্থাপন করা হয় । একে এ স্থানেই একটি নিরাপদ কক্ষে তালাবদ্ধ রাখা হয়েছিল ।
Tag: মাকামে ইব্রাহিম পাথর, মাকামে ইব্রাহিম পিক, মাকামে ইব্রাহিম ছবি, maqam ibrahim photos, maqam ibrahim pictures