ইমাম নববীর জীবনী / ইমাম নববী জীবনী / ইমাম নববী রহঃ এর জীবনী / Imam nobobi / imam nawawi
মুসলিম বিশ্বের গৌরব শাইখুল ইসলাম, হাফিজুল হাদীস, আলামুল আওলিয়া, মুহিউদ্দিন আবু যাকারিয়া ইয়াহইয়া তার পয়তাল্লিশ বছরের জীবনে ইলমে দীনের তথা ইলমে হাদীসের এবং ইলমে ফিকহর প্রভুত খিদমত সাধন করেন। সেই মহান ব্যক্তি হলেন ইমাম নববী রহঃ। আমরা এই পোস্টে জানবো, ইমাম নববীর জীবনী / ইমাম নববী জীবনী / ইমাম নববী রহঃ এর জীবনী / Imam nobobi / imam nawawi
ইমাম নববীর জীবনী / ইমাম নববী জীবনী / ইমাম নববী রহঃ এর জীবনী / Imam nobobi / imam nawawi
ইমাম নববীর বংশ পরিচয় : মুহউদ্দিন আবু যাকারিয়া ইয়াহইয়া বিন শরাফ বিন মারী বিন হাসান বিন হুসাইন বিন মুহাম্মদ বিন জামাআ বিন হিজাম আল হাওরানী আন নববী । তার মূল নাম ইয়াহইয়া । ডাক নাম বা, বাল্য নাম আবু যাকারিয়া। উপাধি মুহিউদ্দীন। ইমাম মুহিউদ্দীন আন নববী ৬৩১ সনের ৫ই মুহাররম, সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী নাবওয়া নামক পল্লীতে জন্ম গ্রহণ করেন। নববী শব্দটি তার কোন নাম নয়। যেহেতু তিনি নাবওয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন, তাই তিনি তার নামের সাথে স্বীয় গ্রামের নাম সংযােগ করে ‘আবু যাকারিয়া ইয়াহইয়া আন নববী’ লিখতেন। সাধারণ পাঠকগণের কাছে তিনি, “আল্লামা নববী বা ইমাম নববী” নামে প্রসিদ্ধি লাভ করেছেন। এ নামই বর্তমান বিশ্বে বহুল প্রচলিত।
ইমাম নববী রহঃ এর শৈশব: শৈশব থেকেই তিনি ছিলেন প্রখর স্মৃতিশক্তির অধিকারী। জ্ঞানার্জনের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। এমনকি শৈশবে খেলাধুলা ও কোন প্রকার আডডায় ছেলেদের সাথে তিনি যােগ দিতেন না। সহপাঠিরা খেলাধুলার জন্য পীড়াপীড়ি করলে
তিনি কেঁদে ফেলতেন।
ইমাম নববী রহঃ এর শিক্ষা জীবন: তার বাল্যশিক্ষা গ্রামের মাদ্রাসায়ই আরম্ভ হয়। তিনি অল্প বয়সেই সাধারণ শিক্ষা সমাপ্ত করেন। বাল্য শিক্ষা সমাপ্তির পর তাঁর পিতা তাকে নিজের সাথে ব্যবসায়ে সম্পৃক্ত করতে চেষ্টা করেন। কিন্তু ছেলের ব্যবসায়ের প্রতি অমনােযােগিতা ও বিদ্যাশিক্ষার প্রতি প্রবল আকর্ষণ দেখতে পেয়ে, ছেলের উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি সপরিবারে রাজধানী দামেস্কে চলে। আসেন। সে কারে দামেস্ক ছিল জ্ঞান-বিজ্ঞারে প্রাণকেন্দ্র। এখানে এসে তিনি তৎকালীন প্রসিদ্ধ আলেম ও উস্তাদ কামাল ইবনে আহমদের তত্ত্বাবধানে রাওয়াহা নামক মাদ্রাসায় ছেলের উচ্চশিক্ষা লাভের ব্যবস্থা করেন। তার জ্ঞানার্জনের আগ্রহ, উস্তাদদেরকে তাঁর প্রতি আকৃষ্ট করে। শায়খ আতাউদ্দিন ইবনে আতা বর্ণনা করেন, শায়খ নববী আমাকে বলেছেন, তিনি উস্তাদদের কাছে দৈনিক ১২টি বিষয়ে শিক্ষা নিতেন। তন্মধ্যে প্রধান বিষয় ছিল : আল জামউ বাইনাস-সহীহাইন, সহীহ মুসলিম শরিফ, নাহু সরফ, মানতিক, ফিকাহ, উসূলে ফিকাহ্ ও আসমাউর রিজাল। কোন বিষয় একাবর পাঠ করলে তা স্মৃতিপটে অক্ষয় হয়ে থাকত। হাদীস ও ফিকাহ্ শাস্ত্রের জ্ঞানানুশীলনে তিনি আত্মতৃপ্তি পেতেন। ৬৫০ হিজরীতে তিনি পিতাসহ হজ্জ পালনার্থে মক্কা, মদীনা গমন করেন এবং মদীনায় দেড়মাস অবস্থান করেন। সেখানে আলেমদের সান্নিধ্যে লাভে ধন্য হন এবং হাদীস শাস্ত্রে বুৎপত্তি লাভ করেন। তিনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসীন কিরাম থেকে হাদীস শাস্ত্রে শিক্ষা লাভ করেন। একই সাথে ফিকাহ, উসূলে ফিক্হ, হিকমত ও মানতিক শাস্ত্রেও পারদর্শিতা অর্জন করেন।
আল্লামা নববীর বিশিষ্ট উস্তাদগণ: তিনি অসংখ্য ওস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন এবং তাদের সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন। তন্মধ্যে উল্লেখযােগ্য হচ্ছেন,
১। আবু হাফস ওমর ইবনু আসাআদুর রিবঈ,
২। আবু ইসহাক ইবরাহীম মুরাদী,
৩। আবু ইবরাহীম ইসহাক ইবনু আহমদ আল মাগরিবী,
৪। আবু মুহাম্মদ
আবদুর রহমান ইবনে নুহ, আলা মাকদিসী,
৫। আবুল হাসান আরমিলী,
৬। আবু ইসহাক ওয়াসিতী,
৭। আবুল বাকা খালিদ ইবনে ইউসুফ নাবিসী,
৮। দিয়া ইবনে তাম্মাম হানাফী,
৯। আবু আবদুল্লাহ্ জিরানী,
১০। আবুল আব্বাস আহমদ মিসরী,
১১।আবুল ফাতাহ ওমর ইবনে বুনদার,
১২। আবুল আব্বাস মাকদিসী,
১৩। আবু আব্দুর রহমান আনবারী,
১৪। আবু মুহাম্মদ তানুবী,
১৫। আবু মুহাম্মদ আনসারী,
১৬। আবুল ফারাজ মাকদিসী।
ইমাম নববীর কর্ম জীবন: কর্ম জীবনে তিনি শিক্ষাদানকে আদর্শ হিসেবে বেছে নেন, ইবনুল আত্তারের এক ছাত্র বর্ণনা করেন, আল্লামা নববী ' সর্বদা শিক্ষা, দান কাজে ব্যস্ত থাকতেন। দিন বা রাত, বাজার অথবা মাদ্রাসা সর্বক্ষেত্রেই শিক্ষার্থীরা তার সাথে থাকত।
ইমাম নববীর উন্নত চরিত্র ও তাকওয়া:- শাইখ কুতুব ইউনানী তাঁর রচিত গ্রন্থে লেখেন, ইমাম নববী বিদ্যা, আল্লাহভীতি, ইবাদাত, কমখাবার ও সাধারণ জীবন যাপনে একক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। ইমাম হাফেজ ইবনু কাসীর তাঁর রচিত 'আলবিদায়া' নামক গ্রন্থে বলেন- শাইখ মুহিউদ্দীন ইমাম নববী তার যুগের বড় ফকীহদের মধ্যে গণ্য হতেন। তিনি কখনাে নফল রােযা ছাড়তেন না, তার খাবারে কখনাে দু'প্রকারের তরকারী পরিবেশিত হত না। ইমাম নববী শুধুমাত্র একজন উন্নত চরিত্র ও অনাড়ম্বর জীবন যাপনেও মুসলিম সমাজে তিনি সর্বজন গ্রাহ্য আদর্শ পুরুষ হিসেবেও সম্মানের পাত্র ছিলেন। রাসূল (সা.) এর জীবন প্রণালীকে তিনি আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন, সর্বমহলেই তিনি সু-সম্মানের পাত্র ছিলেন। তিনি কখনাে রাজা-বাদশাহদের অনুগ্রহ লাভের চেষ্টা করেননি। সরকারের কোন পুরস্কার তথা অর্থ-সম্পদ লাভের বাসনা তার ছিল। তিনি মােটা কাপড় পরতেন, সাদাসিধে জীবন-যাপন করতেন। খাবার দাবারেও কৃচ্ছতা সাধন করতেন। ইমাম আবু বকর ইবনু হিব্বাহতুল্লাহ হাওরানী ‘তােবাকাতে শফিয়িয়্যা” গ্রন্থে লেখেন, ইমাম নববী রাতে একবার খানা খেতেন এবং ভােরে একবার পানি পান করতেন, এটাই ছিল তার দিন ও রাতের খাবার।
ইমাম নববীর অনন্য কৃতিত্ব: মুসলিম বিশ্বের সহীহাইন নামে প্রসিদ্ধ বিশুদ্ধ হাদীস গ্রন্থদ্বয়ের দ্বিতীয় গ্রন্থ সহীহ মুসলিম শরীফের ভাষ্য ‘আল মিনহাজ’ নামক গ্রন্থখানা রচনা করে তিনি সমগ্র মুসলিম বিশ্বে খ্যাতি লাভ করেন। তৎকালিন বিশ্বের হাদীস বেত্তাগণ তাতে এত আনন্দিত হন যে তারা সম্মিলিত ভাবে এ কর্মের পুরস্কার স্বরূপ তাঁকে ‘মুহিউদ্দীন’ উপাধিতে ভূষিত করেন। কিন্তু তার রচিত ‘আল মিনহাজ’ নামক ভাষ্য গ্রন্থখানা মুসলিম বিশ্বের হাদীস বিসারদগণের কাছে এত গ্রহণযােগ্যতা লাভ করে। যে, তা এখন তার মূল নাম মুছে গিয়ে শরহে নববী' নামে প্রসিদ্ধি লাভ করেছে। তার সংকলিত আরেকটি বিখ্যাত হাদীস গ্রন্থ ‘রিয়াদুস সালেহীন’ এটা এমনি একটা হাদীস সংকলন গ্রন্থ, সিহাহ সিত্তার পরেই যার স্থান। এতে প্রায় দু'হাজার সহীহ হাদীস
সন্নিবেশিত হয়েছে।
ইমাম নববীর অন্যান্য রচনাবলী : ইমাম নববী হাদীস সংকলন ও ফিকাহ সম্পৰ্কীয় আরাে অনেক গ্রন্থ সংকলন ও রচনা করেছেন। তার কয়েকটি গ্রন্থের নাম এখানে উল্লেখ করা হচ্ছে। ১. আল আরবাঈন, ২. আল ইরশাদু ফী উসুলিল হাদীস, ৩. আল ঈদ্বাহু ফী মানাসিকিল হাজ্জ, ৪. বুস্তানুল আরিফীন, ৫. তাহবীবুল আসমায়ি ওয়ালালুগাতি, ৬. শরহি কিতাবুল ঈমান সহীহ আল বুখারী, ৭. কিতাবুর রাওদ্বাহ, ৮. কিতাবুল মুবহামাত, ৯. মুখতাসার উসুদুল গাবাহ, ১০. শরহি সুনানি আবু দাউদ ইত্যাদি।
ইমাম নববী রহঃ এর ইন্তেকাল: যুগশ্রেষ্ঠ এই মহামনিষি যিনি একদিকে যেমন ছিলেন ইলমের সাধক অপরদিকে ছিলেন সুন্নাতে রাসূল (সা.) এর আদর্শ অনুসরণকারী। জ্ঞানের আকাশে জ্বল জ্বলে শুকতারাসম এই উজ্জ্বল নক্ষত্রটি ৬৭৬ হিজরীতে, বাইতুল মাকদিস সফর শেষে নিজ বাড়িতে প্রত্যাবর্তন করেই অসুস্থ হয়ে পড়েন। এ অসুখেই তিনি ২৪ রজব বুধবার রাতে তার মাওলার সান্নিধ্য লাভ করেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। পাক পরওয়ার দেগার তাঁর প্রতি রহম করুন। পথহারা দিশেহারা মুসলিম জাতির জন্য রেখে যাওয়া অগণিত মহা মনিষিদের অসংখ্য নির্দেশক গ্রন্থরাজি, যা মানুষকে সত্যের পথে আহ্বান করছে মহামহিম রহমান যেন আমাদেরকে সুন্নাতে রাসুল (সা.) এর অনুসারি ও অনুকরণকারী এসব মহান পুরুষদের পথে চলার তাওফিক দিন। আমিন।
Tag: ইমাম নববীর জীবনী, ইমাম নববী জীবনী, ইমাম নববী রহঃ এর জীবনী, Imam nobobi, imam nawawi