হজের সুন্নত, হজের সুন্নত কয়টি, হজের সুন্নত কি কি? / hajj sunnat bangla 

আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর রহমতে ভাল আছেন। প্রিয় পাঠক-পাঠিকা! আজকে আমরা জানবো, হজের সুন্নত, হজের সুন্নত কয়টি, হজের সুন্নত কি কি? / hajj sunnat bangla 

হজের সুন্নত, হজের সুন্নত কয়টি, হজের সুন্নত কি কি? / hajj sunnat bangla

হজের সুন্নত, হজের সুন্নত কয়টি, হজের সুন্নত কি কি? / hajj sunnat bangla 

প্রশ্নঃ হজ্জের সুন্নত সমূহ কি কি?

হজ্জের সুন্নত সমূহ নিম্নে করা হলো:
(১) মীকাতের বাইরে থেকে আগমনকারীদের জন্য ‘তাওয়াফে কুদূম’ করা।
(২) তাওয়াফ হাজরে আসওয়াদ থেকে শুরু করা।
(৩) যে তাওয়াফের পর সায়ী আছে সেই তাওয়াফে রমল এবং ইযতিবা করা।
(৪) সাফা এবং মারওয়ার মধ্যে যে দু'টো সবুজ স্তম্ভ আছে তার মধ্যবর্তী স্থান দৌড়ে অতিক্রম করা; তবে তা মহিলাদের জন্য প্রযোজ্য নয়।
(৫) মক্কায় ৭ তারিখে, আরাফাতে ৯ তারিখে এবং মিনায় ১১ তারিখে ইমামের খুতবা শোনা।
(৬) ৮ তারিখ ফজরের পর মক্কা শরীফ থেকে রওয়ানা হওয়া, যেন মিনায় পাঁচ ওয়াক্ত সালাত পড়া যায়।
(৭) ৮ তারিখ দিবাগত রাত মিনায় কাটানো।
(৮) সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফায় রওয়ানা হওয়া।
(৯) উকুফে আরাফার জন্য গোসল করা।
(১০) আরাফাত থেকে ফেরার সময় মুযদালিফায় রাতে অবস্থান করা।
(১১) সূর্যোদয়ের কিছুক্ষণ পূর্বে মুযদালিফা থেকে মিনায় রওয়ানা হওয়া।
(১২) ১০ এবং ১১ তারিখের রাত মিনায় কাটানো এবং ১৩ তারিখেও মিনায়
থাকলে ১২ তারিখ দিবাগত রাতও সেখানে কাটানো। (হানাফী মাযহাব মতে সুন্নত অন্যান্য ইমামদের মতে ওয়াজিব)।


Tag: হজের সুন্নত, হজের সুন্নত কয়টি, হজের সুন্নত কি কি? / hajj sunnat bangla 
Next Post Previous Post