তাহাজ্জুদ নামাজের নিয়ম | তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম | tahajjud namaz porar niom
তাহাজ্জুদ নামাজের নিয়ম | তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম | tahajjud namaz porar niom
তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম / তাহাজ্জুদ নামাজের নিয়ম
- প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই দুই রাকাআত করে এ নামাজ আদায় করতেন। যে কোনো সুরা দিয়েই এ নামাজ পড়া যায়। তবে তিনি লম্বা কেরাতে নামাজ আদায় করতেন। তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ আদায় করা উত্তম।
- তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত বাঁধা।
- অতঃপর ছানা পড়া।
- সুরা ফাতেহা পড়া।
- সুরা মিলানো তথা কেরাত পড়া।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক লম্বা কেরাত পড়তেন। অতঃপর অন্যান্য নামাজের ন্যায় রুকু, সেজদা আদায় করা। এভাবেই দ্বিতীয় রাকাআত আদায় করে তাশাহহুদ, দরূদ ও দোয়া মাছুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা।
এভাবে দুই দুই রাকাআত করে ৮ রাকাআত তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।
আরো দেখুন: তাহাজ্জুদ সুন্নত নাকি নফল
তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম / tahajjud namaz porar niom
প্রত্যেক রাকয়াতে সূরা ফাতেহার পর যে কোন সূরা বা আয়াত পড়া যায় । সর্বসাধারণের জন্য সূরা ফাতিহার পর ৩/৫/৭ বার সূরা এখলাস পাঠ করাই উত্তম। তাহাজ্জদ পড়তে গিয়ে মাঝে মধ্যে তরক করা অনুচিত বরং যে ব্যক্তি যে কয় রাকয়াত তাহাজ্জুদ পড়া আরম্ভ করবে তার জন্য ঐ কয় রাকয়াতের উপর আমল জারী রাখা উচিত। তবে উহার চেয়ে বৃদ্ধি করায় কোন আপত্তি নেই বরং উত্তম । কিন্তু কমের দিকে আসা বা মাঝে ইচ্ছা পূর্বক তরক করা অবনতির লক্ষন। যদি কোন রাতে কোন ওজর বশতঃ তাহাজ্জুদের নামায ফৌত হয়ে যায় তাহলে মকরূহ সময় ব্যতীত যে কোন সময় উহার কাজা আদায় করে নিবে। বিশেষ ওজরে অজু করতে না পারলে কেবলা মুখী হয়ে জির, দোয়া-দরূদ পাঠ করলেও তাকে তাহাজ্জুদ আদায়কারীদের অন্তর্ভূক্ত বলে গণ্য করা হবে।
আরো দেখুন: তাহাজ্জুদ নামাজের সময়
Tag: তাহাজ্জুদ নামাজের নিয়ম, তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত, তাহাজ্জুদ নামাজের নিয়ম বাংলা উচ্চারণ, তাহাজ্জুদ নামাজের নিয়ম ও দোয়া, তাহাজ্জুদ নামাজের নিয়ম ও দোয়া সমূহ, তাহাজ্জুদ নামাজের নিয়ম কি, তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম, তাহাজ্জুদ নামাজ আদায়ের নিয়ম, তাহাজ্জুদ নামাজের নিয়ম ও সময়, তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কি, তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম, মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম, মেয়েদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম, তাহাজ্জুদ নামাজের নিয়ম মেয়েদের, মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ম, তাহাজ্জুদ নামাজের নিয়ম ও কয় রাকাত, দুই রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ম, তাহাজ্জুদ নামাজের সহীহ নিয়ম