ইউনুস নবীর ঘটনা | ইউনুস নবী মাছের পেটের ঘটনা | ইউনুস আঃ এর ঘটনা | ইউনুস নবীর জীবন কাহিনী | ইউনুস নবীর গল্প | নবী ইউনুস | yunus nobir ghotona | yunus nobir ghotona bangla
ইউনুস নবীর ঘটনা | ইউনুস নবী মাছের পেটের ঘটনা | ইউনুস আঃ এর ঘটনা | ইউনুস নবীর জীবন কাহিনী | ইউনুস নবীর গল্প | নবী ইউনুস | yunus nobir ghotona | yunus nobir ghotona bangla
ইউনুস আঃ এর ঘটনা | ইউনুস নবীর জীবন কাহিনী | ইউনুস নবীর গল্প | নবী ইউনুস | yunus nobir ghotona
আল্লাহর একজন নবী। হযরত ইউনুস ইবনে মাত্তা। আল্লাহর পয়গাম নিয়ে আসলেন মসুল এলাকায়। নিনেভাবাসীদের কাছে। তারা ছিলাে কাফির ও মুশরিক। অস্বীকার করতাে আল্লাহকে। করতাে মূর্তি পূজা। হযরত ইউনুস আহ্বান জানালেন। নিনেভাবাসীদের লা-শরীক এক আল্লাহর তাওহীদের প্রতি ঈমান আনার জন্য। অনুরােধ করলেন ছেড়ে দিতে মূর্তিপূজা। নিনেভাবাসী প্রত্যাখ্যান করলাে। হযরত ইউনুসের দাওয়াত। তাকে মিথ্যাবাদী বানিয়ে দিলাে। হযরত ইউনুস দাওয়াত দিয়েই যাচ্ছেন। খুব একটা কাজ হলােনা। তার কথা শুনতেও চায়না তার জাতির লােকেরা। মানা তাে দূরের কথা।
জাতির লােকদের অবাধ্য কার্যকলাপে বিরক্ত হলেন হযরত ইউনুস হলেন ধৈর্যহারা। আল্লাহর নির্দেশনা ছাড়াই তিনি ঘােষণা করলেন। হে নিনেভাবাসী! তােমাদের কৃতকর্মের ফল পাবে। বুঝবে মজা। মুখােমুখি হবে ভয়াবহ আযাবের। অপেক্ষা করাে এ আযাব আসবে আগামী তিন দিনের মধ্যে। এক দিন গেলাে। দু'দিন গেলাে। বিপদ আসছেনা নিনেভাবাসীদের ওপর। অস্থির হলেন হযরত ইউনুস সিদ্ধান্ত নিলেন তিনি। হিজরত করবেন অন্য কোথাও । আল্লাহর নির্দেশ ছাড়াই এলাকা ছাড়লেন।
সমূহ বিপদ ভেবে। লােক লজ্জার ভয়ে । এক লক্ষ বা তার চেয়ে বেশী । নিনেভায় বসবাসকারী লােক। নারী, পুরুষ, শিশু নির্বিশেষে বেড়িয়ে এলেন ময়দানে। করলেন তাওবাহ। খুঁজছেন তাদের নবীকে। মহান আল্লাহর হলাে দয়া। মাফ করলেন তাদেরকে। সবাই আনলাে ঈমান। মহান আল্লাহ অবকাশ দিলেন স্বাভাবিক জীবনে ফিরে আসার। সরিয়ে নিলেন আযাব।
হযরত ইউনুস দেশ ত্যাগের জন্য ওঠলেন যাত্রিবােঝাই জাহাজে। জাহাজ মাঝ নদীতে আর চলে না। ডুবুডুবু ভাব প্রায়। ভেবে পায় না যাত্রীরা। কী করবে তারা? সবাই একমত হলাে। সিদ্ধান্ত নিলাে। লটারি করা হবে। যার নাম ওঠবে। তাকে ফেলে দেয়া হবে নদীতে । জাহাজ করা হবে নিষ্কন্টক। জাহাজ পৌঁছবে তার গন্তব্যে। কথা অনুযায়ী কাজ আলাইহি ধরা হলাে লটারী। নাম ওঠে এলাে হযরত ইউনুসের । এভাবেই। নাম আসলাে পর পর তিনবার । সিদ্ধান্ত বাস্তবায়নের পালা। সবাই এগিয়ে এলাে সিদ্ধান্ত বাস্তবায়নে। সিদ্ধান্ত অনুযায়ী মাঝ নদীতে হযরত ইউনুস ওয়াসাল্লাম-কে ফেলে দেয়া হলাে জাহাজ থেকে।
নদীতে পড়লেন হযরত ইউনুস । হাবুডুবু খাচ্ছেন তিনি নদীতে। জাহাজ চলে গেলাে গন্তব্যে। হযরত ইউনুস ওয়গায়মকে আল্লাহ পাকড়াও করলেন। হযরত ইউনুস ওয়াসাল্লাম কে গিলে ফেললাে একটি বড় মাছ। আল্লাহর নির্দেশে সে মাছ এসেছিলাে বাহরি আখ্যার বা সবুজ সাগর থেকে। আর এ কারণেই তার উপাধি হলাে যুননুন বা সাহিবুল হুত। মানে মাছ ওয়ালা। আল্লাহর স্মরণ থেকে গাফিল ছিলেননা হযরত ইউনুস আলাইহি। তিনি তাে আল্লাহর প্রিয় বান্দাহর একজন। যারা চলে আল্লাহর পথে। বলে ইসলামের কথা। ঘােষণা করে আল্লাহর পবিত্রতম মহিমা। প্রশংসা করে সুখে কিংবা দুঃখে ।
মাছের পেটে ঢুকে হযরত ইউনুস আঁশয়াম অনুশােচনা আর অনুতাপে জ্বলতে লাগলেন । মনের কোণে ভেসে ওঠলাে অপরাধবােধ । আল্লাহর নির্দেশ ছাড়াই আযাবের ঘােষণা। বিনা অনুমতিতে দেশ ত্যাগ। রুজু হলেন আল্লাহরই দিকে। স্বীকার করলেন অপরাধের কথা। ঘােষণা করতে থাকলেন আল্লাহর প্রশংসা, পবিত্রতা ও মহিমার কথা। লা-ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ! তুমি ছাড়া কোনাে ইলাহ (রক্ষাকর্তা) নেই! পাক-পবিত্র তােমার সত্তা! অবশ্যই আমি অপরাধী। মাছের পেটে অন্ধকারে প্রশংসা। পৌঁছলাে মহামহিম আল্লাহর দরবারে । আরশে আযীমে। মার্জনা করলেন হযরত ইউনুসকে এক দিন আর দুদিন নয় । চল্লিশ দিন পর ।
আল্লাহর নির্দেশে মাছ ফেলে দিলাে তার পেট থেকে। হযরত ইউনুসকে ওয়াসল্লাম অত্যন্ত রুগ্ন ও দুর্বল অবস্থায়। তৃণ লতাহীন এক বিরাণ ভূমিতে। যেখানে ছিলাে না কোনাে শস্য খাওয়ার মতাে। ছিলাে না কোনাে গাছ ছায়া দেয়ার মতাে। সামান্যতম সবুজের সমারােহ সেখানে উৎপন্ন হলাে। আল্লাহর ইশারায়। লতানাে গাছ । অবিকল লাউ গাছের মতাে। যার পাতা দিতাে ছায়া। ফল যােগাতাে আহার । মিটাতাে পানীয়ের প্রয়ােজনীয়তা। গাছের ছায়া, খাদ্য ও পানীয়ে সতেজ হলেন হযরত ইউনুস আ:।
আস্তে আস্তে হয়ে ওঠলেন সুস্থ। শরীরে পেলেন শক্তি। মহান আল্লাহ আবার পাঠালেন। নিনেভায় বসবাসকারী এক লক্ষ বা তার অধিক জনগণের কাছে । দিলেন দীনের দাওয়াত। ঈমান আনলেন অনেকেই। এভাবেই কিছু দিন টিকিয়ে রাখলেন নিনেভাবাসীকে। ইতিহাসে হয়ে থাকলে তারা অনন্য জাতি হিসেবে। অধৈর্য ও অন্যায়ের শিক্ষা পেলাে বিশ্ববাসী। ক্ষমা চাওয়া ও ক্ষমা পাওয়ার উপায়ও জানা হলাে তাদের। (সূরা সাফফাত অবলম্বনে)
Tag: ইউনুস নবীর ঘটনা, ইউনুস নবী মাছের পেটের ঘটনা, ইউনুস আঃ এর ঘটনা, ইউনুস নবীর জীবন কাহিনী, ইউনুস নবীর গল্প, নবী ইউনুস, yunus nobir ghotona, yunus nobir ghotona bangla