ছয় ইমামের জীবনী | six imam jiboni in bengali
আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকগণ! কেমন আছেন? আশা করি, আল্লাহর রহমতে ভাল আছেন। আপনারা অনেকে গুগলে সার্চ করেন ছয় ইমামের জীবনী। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ছয় ইমামের জীবনী। যারা হাদীসর ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। যার কারণে মুসলিম উম্মাহর কাছে এ ইমাম অবিস্মরণীয় রয়েছে।
ছয় ইমামের জীবনী | six imam jiboni in bengali
ইমাম বুখারী (রহ:) এর জীবনী
রাসুল সাঃ এর হাদিসগুলো যখন এলোমোলো হয়ে যাচ্ছিলো। অর্থাৎ কোন হাদিস সহীহ আর কোন হাদিস মিথ্যা এগুলো পার্থক্য করা খুবই কঠিন, ঐ সময় পৃথিবীতে আগমন করেন ইমাম বোখারী রহঃ।ইমাম বোখারী রহঃ হাদীসশাস্ত্রে বিশাল অবদান রাখেন। যার কারণে তাকে বলা হয় আমিরুল মুমিনীন ফিল হাদিস বা হাদীস সংকলনের নেতা।
ইমাম বুখারীর জন্ম ও বংশ পরিচয়ঃ- ইমাম বুখারী ১৩ ই শাওয়াল শুক্রবার ১৯৪ হিজরীতে ৮১০ খ্রিস্টাব্দে খোরাসানের বোখারা (যাকে বর্তমানে উজবেকিস্থান বলা হয়) সেখানে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর নাম মোহাম্মদ। ইমাম বোখারীর উপনাম আবু আব্দুল্লাহ। আর তার উপাধি হলো আমিরুল মুমিনীন ফিল হাদিস। বোখারায় তার জন্ম বলে তাকে বোখারী বলা হয়। ইমাম বুখারী (রহ) এর পুরো নাম হল মোহাম্মদ ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরাহ বিন বারদিযবাহ বলা হয়। তার পিতার নাম ইসমাইল এবং দাদার নাম ইব্রাহিম। ইমাম বোখারী (রহঃ) এর দাদার পরিচয় তেমনটা কারো জানা নাই। কিন্তু তাঁর পিতা ইসমাইল মুসলিম বিশ্বে খুব পরিচিত একজন ব্যক্তি ছিলেন। ইমাম বোখারীর পিতা একজন মুহাদ্দিস ছিলেন। ইমাম মালেক এবং ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক এদের শাগরেদ ছিলেন বলে ইতিহাসে থেকে জানা যায়। ইমাম বুখারীর সম্পর্কে আরো জানতে ক্লিক করুন
ইমাম মুসলিম (রহ:) এর জীবনী
নাম এবং বংশ পরিচয়ঃ- তাঁর আসল নাম হলো মুসলিম। উপনাম হলো আবুল হোসাইন। তাঁর উপাদি হলো আসাকিরুদ্দীন এবং ইমাম মুসলিম। পিতার নাম হলো আল-হাজ্জাজ। ইমাম মুসলিম রহঃ পুরা নাম হলো আল-ইমাম আল-হাফেজ হুজ্জাতুল ইসলাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হুজ্জাজ ইবনে মুসলিম ইবনে ওয়ারদ ইবনে কুশায আল কোরাইশী আন নিশাপুরী। ইমাম মুসলিম (রহঃ) আরব বংশের লোক (অর্থাৎ কোরাইশ বংশ)। ইমাম মুসলিম (রহঃ) এর পরিবারের আদিবাস হলো নায়সাবুর।
ইমাম তিরমিজি (রহ:) এর জীবনী
নাম এবং বংশ পরিচয়ঃ- তাঁর আসল নাম হলো মুসলিম। উপনাম হলো আবুল হোসাইন। তাঁর উপাদি হলো আসাকিরুদ্দীন এবং ইমাম মুসলিম। পিতার নাম হলো আল-হাজ্জাজ। ইমাম মুসলিম রহঃ পুরা নাম হলো আল-ইমাম আল-হাফেজ হুজ্জাতুল ইসলাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হুজ্জাজ ইবনে মুসলিম ইবনে ওয়ারদ ইবনে কুশায আল কোরাইশী আন নিশাপুরী। ইমাম তিরমিজি (রহঃ) আরব বংশের লোক (অর্থাৎ কোরাইশ বংশ)। ইমাম তিরমিজি (রহঃ) এর পরিবারের আদিবাস হলো নায়সাবুর।
ইমাম আবু দাউদ (রহ:) এর জীবনী
ইমাম আবু দাউদ রহঃ এর জন্ম ও বংশপরিচয় : তাঁর আসল নাম হলো সুলায়মান। আর কুনিয়াত নাম হলো আবু দাউদ। সুতরাং ইমাম আবু দাউদ রহঃ এর পুরো নাম হলো সুলায়মান ইবনে আসআছ। পিতার নাম-আসআছ। তাঁর বংশতালিকা হলোঃ সুলাইমান ইবনে আসআছ ইবনে ইসহাক ইবনে বুশাইর ইবনে সাদ্দাদ ইবনে আমর ইবনে ইমরান আল আযদি আস সিজিস্তানি। জানা যায়, তাঁর ঊর্ধ্বতম পুরুষ ইমরান, যিনি হজরত আলী (রা.)-এর সঙ্গী হয়ে সিফফিনের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ইমাম আবু দাউদ রহঃ ২০২ হিজরী মোতাবেক ৮১৭ খ্রিষ্টাব্দে কান্দাহার ও চিশতের নিকটবর্তী সিজিস্তানে জন্ম গ্রহণ করেন। ইমাম আবু দাউদ এর সম্পর্কে আরো জানতে ক্লিক করুন
ইমাম নাসায়ী (রহ:) এর জীবনী
জন্ম ও শৈশবঃ- সিহাহ সিত্তাহর অন্যতম গ্রন্থ সুনানে নাসায়ী প্রণেতা ইমাম নাসায়ীর পূর্ণ নাম আবদুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসায়ী। এই ক্ষণজন্মা মনীষী খুরাসানের অন্তর্গত 'নাসা' শহরে ২১৫ হিজরী সনে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান নাসা'র নামানুসারেই পরবর্তী কালে তিনি পরিচিতি লাভ করেন। তিনি শৈশবকাল থেকেই প্রখর বুদ্ধিমত্তা ও ইসলামী জ্ঞানের প্রতি পারদর্শিতা দেখাতে শুরু করেন। তিনি শৈশবকাল প্রিয় জন্মস্থানে অতিবাহিত করেন। তিনি স্থানীয় বিদ্যাপিঠে হাদীস ও কুরআন পাঠে মনােনিবেশ করেন। ইমাম নাসায়ীর সম্পর্কে আরো জানতে ক্লিক করুন
ইমাম ইবনে মাজাহ (রহ:) এর জীবনী
নাম ও পরিচিতি:
ইমাম ইবনে মাজাহ (রহঃ) - এর প্রকৃত নাম মুহাম্মাদ। পিতার নাম ইয়াযীদ, উপনাম আবু আব্দুল্লাহ, উপাধি (আল- হাফিযুল কাবীর), নিসবতী নাম আর-রাবঈ, আল-কাযতীনী। তিনি ইবনু মাজাহ নামেই সমধিক পরিচিত। তাঁর পুরাে বংশপরিক্রমা হল- “আল-হাফিযুল কাবীর আল-মুফাসসির আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনে ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাজাহ আর-রাব আল-কাযতীনী। ইবনু মাজাহ-এর ‘মাজাহ’ নামটি তাঁর উপাধি, এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতবিরােধ রয়েছে। কেউ কেউ বলেন, মাজাহ তাঁর পিতার উপাধি, আবার কেউ বলেন, তাঁর দাদার উপাধি। এ মতবিরােধ নিরসনকল্পে ‘তাহযীবুল আসমা ওয়াল লুগাত ফিল কামূস’ গ্রন্থের প্রণেতা বলেন, ‘মাজাহ তাঁর পিতার উপাধি, দাদার নয়। আর বিশুদ্ধ অভিমত হ’ল প্রথমটি শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলভী (রহঃ) বুসতানুল মুহাদ্দিছীন' গ্রন্থে লিখেছেন, মাজাহ ছিল তাঁর মায়ের নাম। তিনি আরাে বলেন, ইবনু মাজাহ মুহাম্মাদের ছিফাত, আব্দুল্লাহর ন্য। তিনি ২০৯ হিজরী মােতাবেক ৮২৪ খ্রিষ্টাব্দে ইরাকের প্রসিদ্ধ শহর কাযতীনে জন্মগ্রহণ করেন। মুসলিম জাহানের তৃতীয় খলীফা ওছমান বিন আফফান (রাঃ)-এর খেলাফতকালে এ শহরটি বিজিত হয়। এ শহরের প্রথম গভর্ণর বা প্রশাসক ছিলেন বিশিষ্ট ছাহাবী বারা ইবনু আযেব (রাঃ)। ইমাম ইবনে মাজাহ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন