মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ | মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ-এর বৈশিষ্ট

মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ | মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ-এর বৈশিষ্ট

মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ | মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ-এর বৈশিষ্ট

মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ | মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ-এর বৈশিষ্ট


 মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ:

এটি ইমাম-এর একটি অনবদ্য হাদীস গ্রন্থ। এ গ্রন্থে মােট ১১৮৫টি হাদীস । তম্মধ্যে ১০০৫টি হাদীস ইমাম মালিক র. থেকে বর্ণিত। আর ১৮০টি হাদীস থেকে ১৩টি ইমাম আবূ হানীফা র. থেকে, ৪টি ইউসুফ র. থেকে এবং ১৬৩টি অন্য মুহাদ্দিসীনে কিরাম থেকে বর্ণিত।


মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ-এর বৈশিষ্ট:

১. এ গ্রন্থে কোন মওযু হাদীস নেই। তবে কিছু জঈফ হাদীস আছে। অবশ্য এগুলােও একাধিক সূত্রে বর্ণিত হওয়ার কারণে হাসান লিগাইরীহির পর্যায়ে উপনীত হয়েছে।

২. প্রত্যেক বাবের অধীনে হাদীস বর্ণনার পর ইমাম মুহাম্মাদ র. স্বীয় মতামতও পেশ করেছেন। তবে কোন কোন স্থানে ইবরাহীমে নাখঈ র.-এর মতামতও উদ্ধৃত করেছেন।

৩. বাব ও হাদীসের বিন্যাস নীতি খুবই চমৎকার।

৪. একই হাদীস বারবার উল্লেখ করেননি।

৫. অধিকাংশ ক্ষেত্রে ইমাম আবু হানীফা র.-এর নামের পর আমাদের ফকীহ
বাক্য ব্যবহার করেছেন।

৬. কোথাও কোথাও ইমাম মালিক র.-এর মাযহাবও উল্লেখ করেছেন।

৭. হাদীস বর্ণনা করার সময় ৬ । (আখবারানা) শব্দ ব্যবহার করেছেন।

৮. কোথাও কোথাও — — (এমনই উচিত) বলে ওয়াজিব মুরাদ নিয়েছেন। তবে কোথাও কোথাও এর দ্বারা সুন্নাতে মুয়াক্কাদাহ মুরাদ নিয়েছেন।

৯. কোথাও কোথাও । (এটা উত্তম) এবং (জরুরী নয়) বলে বিশেষ অর্থ মুরাদ নিয়েছেন।

১০. কোথাও কোথাও . (অর্থাৎ আমার নিকট পৌছেছে) বলে ইমাম মুহাম্মাদ র. বুঝিয়েছেন। আর এ শব্দটি বহুল ব্যবহৃত হয়েছে। মুহাদ্দিসীনে এ উক্তিটি গ্রহণ করেছেন। 
Next Post Previous Post