ইমাম মালেক ইবনে আনাস রাঃ এর জীবনী | ইমাম মালেক রহঃ এর জীবনী | imam malik ibn anas biography

ইমাম মালেক ইবনে আনাস রাঃ এর জীবনী |  ইমাম মালেক রহঃ এর জীবনী | imam malik ibn anas biography

ফিহকে ইসলামী সংকলন ও মাযহাব প্রবর্তন করে যেসকল ব্যক্তিত্ব মুসলিম উম্মাহকে সঠিক পথের দিশা দিয়েছেন ইমাম মালেক ইবনে আনাস রাঃ তাদের অন্যতম। হিজরী প্রথম শতাব্দীর শেষ দিকে শিয়া ও খারেজীদের আকিদাগত দ্বন্দ্ব ও মুতাজিলাদের যুক্তিবাদী মতবাদে সর্বসাধারণ যখন বিভ্রান্ত হয়ে পড়েছিল। ঠিক সেই মুহুর্তে একজন মহা মনীষীর আগমন ঘটে ইমাম মালেক রহঃ। নিম্নে ক্ষণজন্মা কালজয়ী মহামনীষী ইমাম মালেক ইবনে আনাস রাঃ এর জীবনী সম্পর্কে সম্যক আলোকপাত করা হলো।

ইমাম মালেক রহঃ এর পরিচিতিঃ-  তার নাম মালেক। পিতার নাম আনাস। উপনাম আবু আব্দুল্লাহ। নসবনামা ইমাম মালেক ইবনে আনাস ইবনে মালেক ইবনে আবু আমের রাঃ। ইমাম মালেক এর প্রপিতামহ রাসুল সাঃ এর সাহাবী ছিলেন। তিনি বদর ছাড়া বাকি সকল যুদ্ধে রাসূল সাঃ এর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
এগুলো অবশ্যই পড়বেন.....
ইমাম মালেক রহঃ এর জন্মঃ  ইমাম মালেক রহ ৯৩ অথবা ৯৪ মতান্তরে ৯৫ হিজরী মোতাবেক ৭১৫ খ্রিষ্টাব্দে খলিফা ওয়ালিদ  ইবনে মালেকের শাসনামলে মদিনায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ইমাম মালেক রহঃ এর শৈশবকালঃইমাম মালেক রহঃ এর শৈশবকাল অতিবাহিত হয় জন্মভূমি মদিনাতেই। এ সময় তিনি মাতা আলেয়া বিনতে শরীফ এর পরম স্নেহে  শিক্ষানুকূল পরিবেশে বেড়ে উঠতে শুরু করেন।

ইমাম মালেক রহঃ এর প্রাথমিক শিক্ষাঃ-  তার শিক্ষাজীবনের শুভসূচনা মাতা আলেয়া বিনতে শরীফের কাছে। তার পিতা পিতামহ ও পিতৃব্য সবাই প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। সেই সুবাদে বাল্যকাল থেকেই তিনি তাদের নিকট হাদীস শাস্ত্রের শিক্ষা লাভ করেন।

ইমাম মালেক রহঃ এর ইলমুল হাদিসের উচ্চতর ডিগ্রি লাভঃ-  প্রাথমিক শিক্ষা সমাপনান্তে তিনি হাদীস শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জনের মনোনিবেশ করেন। এ সময় তিনি প্রখ্যাত মুহাদ্দিস আব্দুর রহমান ইবনে হরমুজ রঃ এর নিকট হাদীস অধ্যয়ন করেন। তিনি বহু সংখ্যক ওস্তাদের নিকট থেকে হাদিস শিক্ষা লাভ করেন। তাদের অন্যতম হলেন,
• ইমাম যুহরী
• নাফে
• ইবনে জাকওয়ান
• ইয়াহিয়া ইবনে সাঈদ
• মোহাম্মদ ইবনুল মুনকাদির
• হিশাম ইবনে ওরওয়া
• যায়েদ ইবনে আসলাম প্রমুখ
ইমাম মালেক রহঃ এর ফিকাহ শাস্ত্রের জ্ঞান অর্জনঃ-  হাদীস শাস্ত্রে পণ্ডিত অর্জনের পর পরই তিনি ফিকাহ শাস্ত্র চর্চা শুরু করেন। হিজাজের প্রখ্যাত ফকিহ রবীয়াতুর রায় রহঃ এর নিকট ফিকাহ শাস্ত্র অধ্যায়ন আরম্ভ করেন। এছাড়া তিনি তৎকালীন মদিনার সাতজন বিখ্যাত ও বিশিষ্ট ফকিহ এর নিকট ফিকাহ শাস্ত্র অধ্যয়ন করেন।

ইমাম মালেক রহঃ এর শিক্ষকমন্ডলীঃইমাম মালেক রহঃ অসংখ্য শিক্ষকের নিকট জ্ঞান অর্জন করেন। শাহ অলিউল্লাহ রহঃ তার ওস্তাদের সংখ্যা ৯৪ জন উল্লেখ করেছেন। আল্লামা জালাল উদ্দিন সুয়ূতী রহঃ তাঁর হাদিসের ওস্তাদের সংখ্যা লিখেছেন ৯০০ জন।

ইমাম মালেক রহঃ এর অধ্যাপনাঃ-  হাদিস ও ফিকাহ শাস্ত্রের জ্ঞান অর্জনের পর তিনি দারস ও ফতোয়াদানে আত্মনিয়োগ করেন। মসজিদে নববীতে বসেই তিনি শিক্ষা দান করতেন। মিশর ও আফ্রিকাসহ দূর-দূরান্ত থেকে লোকজন এসে তার নিকট হাদিস শিক্ষা লাভের জন্য ভিড় জমাতো।

ইমাম মালেক রহঃ এর ছাত্রবৃন্দঃ-  দূরদূরান্ত থেকে হাজার হাজার ছাত্র এসে তার নিকট হতে হাদীস ও ফিকহের দারস নিতেন। তার উল্লেখযোগ্য কয়েকজন ছাত্র হলেন,
• ইমাম শাফেয়ী রাহঃ
• আব্দুর রহমান ইবনুল মোবারক
• ইমাম জুরাইজ আল আওযায়ী প্রমুখ।

ইমাম মালেক রহঃ এর মুয়াত্তা কিতাব সংকলনঃ-  হাদিস সংকলনের ইমাম মালেক রহঃ এর ভূমিকা অতুলনীয়। বিশ সহস্রাধিক হাদিস থেকে পরীক্ষা-নিরীক্ষা করে মাত্র ১৭২০ টি হাদিসের সমন্বয়ে প্রথম হাদিস সংকলন করেন। বস্তুত মুয়াত্তা কিতাব প্রণয়নের পর তাঁর খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে।

ইমাম মালেক রহঃ এর মাযহাব প্রতিষ্ঠাঃইমাম মালেক রহঃ এর শিষ্যবর্গ তার ফতুয়ার মাসালা ও গবেষণা কর্ম সম্মুখে একত্র করে ফিকহী মালেকী নামে অভিহিত করেন। চার মাযহাবের মধ্যে এটি অন্যতম। মক্কা-মদিনায় হেজাজ ও মিশরের বহু লোক তার মাযহাবের অনুসারী।

অন্যায়ের প্রতিবাদ ও নির্যাতনের শিকারঃ-  তার জীবনী থেকে জানা যায় যে, শরীয়ত বিরোধী কার্যাবলী রোদে তিনি আব্বাসীয় খলিফা মনসুর এর বিরুদ্ধে ফতোয়া প্রদান করেন। ফলশ্রুতিতে তার ভাই জাফর তাকে রাজ দরবারে ডেকে এনে নির্মমভাবে ৭০ টি বেত্রাঘাত করে। পরে অবশ্য খলিফা মনসুর তার প্রতি যথেষ্ঠ সহানুভূতিশীল করেছিলেন।

হাদিসে রাসুলের আদব ও তাজিমঃ-  তাকে ফিকাহ শাস্ত্রের কোন মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি সাথে সাথে তার উত্তর দিতেন। কিন্তু কোন হাদিস জিজ্ঞেস করা হলে প্রথমে গোসল করে উত্তম পোষাক করতেন এবং গায়ে খুশবু লাগাতেন। অতঃপর উচ্চ আসনে বসে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে হাদিস বর্ণনা করতেন।

ইমাম মালেক রহঃ এর চরিত্র ও কৃতিত্বঃ-  ইমাম মালেক রহঃ আল্লাহভীরু পরহেজগার লোক ছিলেন। রাসুল সাঃ এর প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। তিনি মদীনা ছেড়ে কোথাও যেতে না। যেন মদিনার মাটি তার নসিব হয়। তার অগাধ পাণ্ডিত্য ও ইবাদত প্রিয়তাকে মর্যাদা সর্বোচ্চ আসনে সমাসীন করেছে।

ইমাম মালেক রহঃ এর ইন্তেকালঃ-  জাতিকে একটি গৌরবোজ্জ্বল দিকনির্দেশনা উপহার দিয়ে ৮৬ বছর বয়সে ১৭৯ হিজরীতে ইন্তেকাল করেন। মদিনার জান্নাতুল বাকীতে তাকে সমাহিত করা হয়।

Tag: ইমাম মালেক ইবনে আনাস,ইমাম মালেক রহঃ জীবনী,ইমাম মালেক র এর জীবনী,ইমাম মালেক রহঃ এর জীবনী, ইমাম মালেক ইবনে আনাস রাঃ এর জীবনী, ইমাম মালেক রহঃ এর জীবনী ,ইমাম মালেকের জীবনী ,imam malik ibn anas biography
Next Post Previous Post